ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গরমে ফিটফাট ফ্যাশন

প্রকাশিত: ০৭:৩২, ১১ মে ২০১৮

গরমে ফিটফাট ফ্যাশন

সেই একঘেয়ে চুড়িদার এবং লেগিংস পরতে পরতে বিরক্ত হয়ে গেছেন? অনেকদিন তো চলল আটসাট এসব ট্রাউজারের চল। এখন চলে এসেছে গরমকাল। অনেকেই একটু আরামদায়ক পোশাক পরতে চান। কিন্তু স্কার্ট পরে চলাফেরাও করা যায় না। উপায় কি? চিন্তার কিছু নেই। পালাজ্জো প্যান্টের ফ্যাশনে এসেই গেছে! দেখে নিন কীভাবে পরলে খুব ফ্যাশনেবল মনে হবে পালাজ্জো প্যান্ট। সেই একঘেয়ে চুড়িদার এবং লেগিংস পরতে পরতে বিরক্ত হয়ে গেছেন? অনেকদিন তো চলল আটসাট এসব ট্রাউজারের চল। এখন চলে এসেছে গরমকাল। অনেকেই একটু আরামদায়ক পোশাক পরতে চান। কিন্তু স্কার্ট পরে চলাফেরাও করা যায় না। উপায় কি? চিন্তার কিছু নেই। পালাজ্জো প্যান্টের ফ্যাশনে এসেই গেছে! পালাজ্জো হলো কোমর থেকে গোড়ালি পর্যন্ত ক্রমশই ঢলঢলে হয়ে যাওয়া ট্রাউজার। এর সঙ্গে আবার বেলবটমকে গুলিয়ে ফেলবেন না যেন! বেলবটম থাকে শুধু পায়ের গোড়ালির দিকে ঢলঢলে। পালাজ্জো হঠাৎ করে দেখলে মনে হতে পারে স্কার্ট। কিন্তু এরা যেমন আরামদায়ক, তেমনি সবরকম জায়গায় পরে যাবার উপযুক্ত। পালাজ্জো কীভাবে পরবেন তা নিয়ে চিন্তিত থাকতে পারেন অনেকেই। কারণ ম্যাচিং করতে একটু ভুল হলেই অদ্ভুত লাগবে দেখতে। দেখে নিন কীভাবে পরলে খুব ফ্যাশনেবল মনে হবে পালাজ্জো প্যান্ট। যেহেতু নিচের দিকটা ছড়ানো, তাই ওপরে পরুন একটু হালকা একটি টপ। পরতে পারেন ফিটিং কোন কামিজ অথবা ফতুয়া। যারা জিন্সের সঙ্গে টি-শার্ট পরতে অভ্যস্ত তারাও পালাজ্জোর সঙ্গে একটি মানানসই টি-শার্ট পরে নিতে পারেন। যারা বেশ লম্বা গড়নের অধিকারী, তারা একটু ঢলঢলে শার্ট দিয়েও পালাজ্জো পরতে পারেন। একটু গোল করে কাটা হেমের কামিজের সঙ্গে পালাজ্জো পরলে বেশ ভাল লাগবে দেখতে। ২) আপনি যদি একটু ছোটখাটো ফিগারের নারী হয়ে থাকেন তাহলেও পালাজ্জো পরতে কোনো সমস্যায় নেই। বরং ঠিকমতো পালাজ্জো পরলে একটু বেশি লম্বা দেখাবে আপনাকে। কিভাবে? পালাজ্জোর সাথে শার্ট পরলে তার নিচের দিকটা গুঁজে নিন এক কোমরের ভেতরে। তাতে পা দুটো অনেক বেশি লম্বা মনে হবে। শুধু তাই নয়, যাদের উচ্চতা কম তারা পরুন একরঙা বা হালকা রঙের, হালকা প্যাটার্নের পালাজ্জো। বেশি হিবিজিবি প্যাটার্ন এবং রংচঙে পালাজ্জো পরলে দেখতে আরও খাটো লাগবে। একরঙা পালাজ্জো পরে নিজের মাঝে নিয়ে আসুন আভিজাত্য। একরঙা পালাজ্জো এবং তার সঙ্গে কনট্রাস্ট করে একরঙা বা কয়েক রঙের প্যাটার্নের কামিজ বা টপ পরলে বেশ ফ্যাশনেবল এবং অভিজাত একটা লুক পাওয়া যায়। হালকা রঙের পালালজ্জো এবং টপ কিন্তু আপনি অফিসিয়াল পোশাক হিসেবেও ব্যবহার করতে পারেন। তবে একটি কাজ কখনোই করবেন না। তা হলো, এক রঙ্গা পালাজ্জোর সঙ্গে ঠিক সেই রঙের কামিজ বা টপ কখনোই পরবেন না। একেকবারেই বেখাপ্পা লাগবে। রঙিন এবং প্যাটার্ন আছে এমন পালাজ্জো পরার নিয়ম হলো, পালাজ্জোর প্যাটার্নে থাকা একটি হালকা রং বেছে নিন এবং সেই রঙের টপ বা কামিজ পরুন। পালাজ্জোতে ডিজাইন আছে, এমন অবস্থায় আপনার কামিজেও যদি ডিজাইন থাকে তবে তা দেখতে বেমানান লাগবে। এক রঙ্গা কামিজ পরাটা সবচাইতে নিরাপদ। অন্য কোন রং পরতে না চাইলে একটি রঙিন পালাজ্জোর সঙ্গে একেবারে সাদা কামিজ বা টপ পরতে পারেন। এই গরমে তা যেমন আরামদায়ক হবে তেমনি দেখতেও বেশ লাগবে। পালাজ্জোর অন্যতম সুবিধে হলো, লম্বা পালাজ্জোর সঙ্গে একটি ভারি হিল পরে নিলে যেমন দেখতে বেশ লম্বা লাগে, তেমনি মানিয়েও যায়। তবে পেন্সিল হিল বা স্টিলেটো জাতীয় চিকন হিল পরার চাইতে ওয়েজ হিল জাতীয় ভারি হিল পরলে বেশি মানানসই লাগে। পালাজ্জোর সঙ্গে যদি একরঙা টপ পরে থাকেন তবে তার সঙ্গে পরতে পারেন মানানসই অলংকার। হিজাবের সঙ্গেও খুব মানিয়ে যায় এই পালাজ্জো। একরঙা পালাজ্জো এবং একরঙা টপের সঙ্গে পরতে পারেন সুন্দর একটি স্কার্ফ। -ফ্যাশন ডেস্ক
×