ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:৩০, ১১ মে ২০১৮

নতুন গবেষণা

স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল দেবে হেলমেট হাত উঠিয়ে ডানে-বাঁয়ে যাওয়ার সঙ্কেত দিলেই হেলমেটটির পেছনে জ্বলে ওঠে সঙ্কেত বার্তা। হঠাৎ ব্রেক করলেও জ্বলতে থাকে লাল বাতি। তবে এ জন্য অবশ্যই অ্যাপলের স্মার্টঘড়ি পরতে হবে সাইকেল আরোহীদের। স্মার্টঘড়ির নড়াচড়া শনাক্ত করেই মূলত স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল দিতে পারে লুমোসের তৈরি হেলমেটটি। সূত্র : বিবিসি গাছের পরিচর্যায় ওয়াই-ফাই প্রযুক্তি শখের বশে ঘরের ভেতর গাছ লাগানোর পর অনেক সময়ই সময়ের অভাবে ঠিকমতো পরিচর্যা করা হয়ে ওঠে না। সমাধান দেবে ‘মিরাকলগ্র এ্যারোগার্ডেন বাউন্টি এলিট’। ডিভাইসটির নির্দিষ্ট স্থানে গাছের চারা বা বীজ রাখলেই চিন্তা শেষ। নিজ থেকেই সময়মতো পানি ও সার দিয়ে দেবে ওয়াই-ফাই প্রযুক্তিনির্ভর ডিভাইসটি। স্মার্টফোন থেকেও নিয়ন্ত্রণ করা যায়। দাম পড়বে ২৪৯ ডলার। থ্রিডি কলম কোন বস্তু বা প্রাণীর ত্রিমাত্রিক (থ্রিডি) অবয়ব তৈরি করতে পারে থ্রিডুডলারের তৈরি থ্রিডি কলমটি। থ্রিডি প্রিন্ট করতে সক্ষম কলমটির ভেতরে রয়েছে বিভিন্ন রঙের বিশেষ ধরনের গলিত প্লাস্টিক। ফলে কলমটির নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে কোন বস্তু বা প্রাণীর ছবি আঁকলেই সেটির ত্রিমাত্রিক অবয়ব তৈরি হয়। দাম পড়বে ৬৮ ডলার।
×