ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ

চয়নের হ্যাটট্রিকে মেরিনারের বড় জয়

প্রকাশিত: ০৬:৫৫, ১১ মে ২০১৮

চয়নের হ্যাটট্রিকে মেরিনারের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লীগে আবারও পুরোদমে খেলা শুরু হয়েছে। পুরোদমে বলতে দিনে তিনটি করে খেলা। এর আগের তিনদিন ধরে মাত্র ১টি করে খেলা অনুষ্ঠিত হয়েছিল। কারণ মওলানা ভাসানী স্টেডিয়ামে এই ক’দিন অনুষ্ঠিত হয় ‘ইসলামী সলিডারিটি আন্তর্জাতিক আরচারি চ্যাম্পিয়নশিপে’র খেলা। বুধবার আসরটি শেষ হয়েছে। যাহোক, বৃহস্পতিবার হকি লীগের খেলায় বড় জয় কুড়িয়ে নিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। তারা তৃতীয় খেলায় ৬-০ গোলে হারায় এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। বর্তমান লীগ চ্যাম্পিয়ন মেরিনার এই লীগে তাদের আগের তিন ম্যাচে হারায় যথাক্রমে ৪-০ গোলে ভিক্টোরিয়াকে, ১০-১ গোলে পুলিশকে এবং ৭-০ গোলে আজাদকে। চার ম্যাচে তাদের পয়েন্ট ১২। এছাড়া দিনের প্রথম খেলায় সাধারণ বীমা ৬-২ গোলে ওয়ান্ডারার্স ক্লাবকে, দ্বিতীয় খেলায় সোনালী ব্যাংক ৬-১ গোলে বাংলাদেশ পুলিশকে এসসিকে হারায়। মেরিনার-এ্যাজাক্স ম্যাচে মেরিনারের হয়ে হ্যাটট্রিকসহ একাই ৪ গোল করেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন। হাসিন আরমান এবং হাসান যুবায়ের নিলয় ১টি করে গোল করেন। বীমা-ওয়ান্ডারার্স ম্যাচে বীমার হয়ে জোড়া গোল করেন ফয়সাল হোসেন এবং রেজোয়ান আহমেদ। এছাড়া ১টি করে গোল করেন যোগা সিং এবং বিশাল। ওয়ান্ডারার্সের অমরিত পাল সিং এবং জাহিদ হোসেন ১টি করে গোল করেন। সোনালী ব্যাংক-পুলিশ ম্যাচে সোনালী ব্যাংকের দেওয়ান ইসলাম ইমন জোড়া গোল করেন। ১টি করে গোল করেন তানজিম আহমেদ, রাজীব দাস, প্রসেনজিৎ রায় এবং ইরফানুল হক। পুুলিশের একমাত্র গোলদাতা জামিল বিন তালিব।
×