ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচের বিদায়

প্রকাশিত: ০৬:৫৪, ১১ মে ২০১৮

জোকোভিচের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ সমর্থকদের হতাশ করেছেন নোভাক জোকোভিচে। গ্রেট ব্রিটেনের কাইল এডমুন্ডের কাছে পরাজিত হয়ে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বিশ্বের সাবেক এই শীর্ষ তারকা। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এডমুন্ড ৬-৩, ২-৬ এবং ৬-৩ গেমে জোকোভিচকে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। অথচ জোকোভিচের বিপক্ষে এর আগে তিনবারের মুখোমুখি লড়াইয়ে একবারও কোন সেট জিততে পারেনি এডমুন্ড। মূলত সার্বিয়ান তারকার কনুইয়ের অস্ত্রোপচারের পুরো সুবিধা নিয়েছেন ২৩ বছর বয়সী এডমুন্ড। মানোলো সানটানা কোর্টে জোকোভিচ দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসলেও তৃতীয় সেটের শুরুতেই তিনটি ব্রেক পয়েন্ট নিয়ে এডমুন্ড এগিয়ে যান। ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার এডমুন্ড শীর্ষস্থানীয় কোন খেলোয়াড়কে পরাজিত করার কৃতিত্ব দেখালেন। এক ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে দুর্দান্ত সব ফোরহ্যান্ড শট খেলেই জোকোভিচকে পরাস্ত করেন তিনি। চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। তার আগে ক্লে কোর্টে আরেকটি পরাজয়ের মুখে পড়লেন নোভাক জোকোভিচ। শেষ ষোলোতে এডমুন্ডের জন্য অপেক্ষায় আছেন বেলজিয়ামের ডেভিড গোফিন। ২০১৫ সালে ডেভিস কাপে ক্লে কোর্টে গোফিনের কাছে হেরেই ব্রিটেনের বিদায় নিশ্চিত করেছিলেন এডমুন্ড। জোকোভিচ বিদায় নিলেও সঠিক পথেই হাঁটছেন রাফায়েল নাদাল। দ্বিতীয়পর্বের ম্যাচে এদিন তিনি ৬-৩ এবং ৬-১ গেমে খুব সহজেই পরাজিত করেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। ক্লে কোর্টের রাজা হিসেবে বিবেচিত নাদাল। চলতি মৌসুমেও তার প্রমাণ রেখে চলেছেন তিনি। সম্প্রতি টানা দুটি শিরোপা নিজের শোকেসে তুলেছেন স্প্যানিশ এই টেনিস তারকা। মন্টে কার্লো মাস্টার্সের পর বার্সিলোনা ওপেন উভয় টুর্নামেন্টেই ১১টি করে শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। তার সামনে এখন নতুন ইতিহাসের হাতছানি। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হলেই টুর্নামেন্টের ১১তম ট্রফি উঁচিয়ে ধরবেন তিনি।
×