ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রথম ফিফা রেফারি মুনীর আর নেই

প্রকাশিত: ০৬:৫১, ১১ মে ২০১৮

বাংলাদেশের প্রথম ফিফা রেফারি মুনীর আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ফুটবলার এবং বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফিফা রেফারি মুনীর হোসেন (৮৫) বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মানিকনগর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে গোপীবাগ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুনীর হোসেনের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনসহ আরও অনেক সংগঠন। মুনীর ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠাতা যুগ্মসম্পাদক। ১৯৮৮ সালে এই ফেডারেশনের সাধারণ সম্পাদক হন। এরপর তিন মেয়াদে দীর্ঘ ২৬ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি আক্রান্ত ছিলেন প্রস্রাবে জটিলতা সংক্রান্ত রোগে। প্রোস্টেট গ্রন্থির আকার বৃদ্ধি যাওয়ায় একবার অস্ত্রোপচারও করেছিলেন। কিন্তু তাতে সমস্যা দূর হয়নি। ফলে ১২ দিন আগে আবারও হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। কিন্তু সুস্থ হয়ে আর ফিরতে পারেননি বাড়ি। চলে গেলেন না ফেরার দেশে। ফুটবলার হিসেবেই যাত্রাটা শুরু হয়েছিল তার। খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে অকালেই থমকে যায় ক্যারিয়ার। তাই বলে ফুটবল-ভুবন থেকে সরে দাঁড়াননি। ১৯৬০ সালে রেফারি হিসেবে আরম্ভ করেন দ্বিতীয় অধ্যায়। ১৯৬৮ সালে পরীক্ষা দিয়ে রেফারিদের মধ্যে প্রথম হন। ১৯৭৪ সালে হয়ে যান আন্তর্জাতিক ফিফা রেফারি যা বাংলাদেশের মধ্যে প্রথম নজির। রেফারি হিসেবে প্রথম কিংস কাপ ফুটবল, এশীয় যুব ফুটবলসহ অনেক আন্তর্জাতিক ম্যাচ সুনামের সঙ্গে পরিচালনা করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক কাবাডি ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন একাধিকবার। এছাড়া এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কোষাধ্যক্ষও ছিলেন বিভিন্ন মেয়াদে। ছিলেন বাংলাদেশ কাবাডি রেফারি সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।
×