ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত চার

প্রকাশিত: ০৪:৫৭, ১১ মে ২০১৮

সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কালকিনিতে স্কুলছাত্র, আমতলীতে যুবক, নওগাঁয় শ্রমিক ও নাটোরে আরোহী নিহত হয়েছেন।- খবর নিজস্ব সংবাদদাতাদের। কালকিনি, মাদারীপুর কালকিনিতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে কয়ারিয়া ঈদগাঁ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। এতে গুরুতর আহত হয়েছে দুই আরোহী। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের দিনমজুর নেছারউদ্দিন সরদারের স্কুল পড়ুয়া ছেলে পেটের দায়ে দুই যাত্রী নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে সমিতির হাটের উদ্দেশে রওনা দেন। কিন্তু ইচাগুড়া এলাকার চৌরাস্তা নামকস্থানে পৌঁছলে পেছন থেকে একটি নছিমন এসে তাকে ধাক্কা দেয়। আমতলী, বরগুনা আমতলী-কুয়াকাটা সড়কের আমতলীর ছুরিকাটায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় রনি মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। জানা গেছে, কলাপাড়া উপজেলার লতা চাপলি গ্রামের রনি মিয়া বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আমতলীতে আসে। ওইদিন সকাল সাড়ে ৭ টার দিকে আমতলী পৌর শহরের ছুরিকাটা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি। পথে ইসলাম পরিবহন নামের কলাপাড়াগামী একটি বাস রনিকে চাপা দেয়। নওগাঁ বৃহস্পতিবার আত্রাই ও নিয়ামতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৬০জন আহত হয়েছে। এ দিন দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাইয়ে ভটভটির চাপা পড়ে মোঃ কালু (৩৮) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। নিহত কালু পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার মহেশপুর গ্রামের মোঃ মোকছেদ আলীর পুত্র। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালু ধান বোঝায় ভটভটি যোগে আত্রাই থেকে তার বাড়ি লালপুরের মহেশপুরে যাচ্ছিল। পথে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন জাতআমরুল এলাকায় ভটভটির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ভটভটি কালুর শরীরের ওপর চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে নওগাঁর নিয়ামতপুর ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল সীমান্ত এলাকার টগরইল গ্রাম সংলগ্ন বাঘা ব্রিজে কাছে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। নাটোর চালের বস্তা বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় আজগর আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও মাহবুব হোসেন (২৮) নামের একজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মাহবুব হোসেনকে উদ্ধার করে। তাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের বড়হরিশপুরে এ দুর্ঘটনা ঘটে। যৌতুক না দেয়ায় গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ মে ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় মাদক বিক্রেতা স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর মিলে নাসরিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ঘটে এ ঘটনা। দুপুরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত ওই গৃহবধূ। গভীর রাতে হলে হলে তা-ব ॥ ৪০ কক্ষে ভাংচুর চবি সংবাদদাতা ॥ ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কমিটি ঘোষণা হয়েছে এমন গুঞ্জন শুনেই বুধবার রাতভর তা-ব চালিয়েছে ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে কমিটি ঘোষণার গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে বুধবার মধ্যরাতে গুজব ছড়িয়ে পড়ে যে, বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের ইকবাল টিপুকে সেক্রেটারি ও বিজয় গ্রুপের জাহাঙ্গীর জীবনকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই বিভিন্ন হল থেকে স্লোগান দিয়ে দলে দলে বেরিয়ে আসে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রএবিএম মহিউদ্দীন চৌধুরীর অনুসারী সিএফসি গ্রুপের নেতাকর্মীরা।
×