ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় এমপি রানার দুই দিনের রিমান্ড

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মে ২০১৮

হত্যা মামলায় এমপি রানার দুই দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ মে ॥ দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার টাঙ্গাইল যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ এমপি আমানুর রহমান খান রানাকে গ্রেফতারের আবেদন করেন আদালতে। পরে ওইদিন আদালতের বিচারক বুধবার আবেদনের শুনানির জন্য ধার্য করেন। বিচারক এমপি রানার উপস্থিতিতে গ্রেফতারের আদেশ মঞ্জুর করেন। পরে ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এমপি রানাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর পেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আদালত এমপি রানাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ঘাটাইল জিবিজি কলেজের ছাত্র সংসদের সহসভাপতি ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামছুল ইসলাম এমপি আমানুর রহমান খান রানাকে গত বৃহস্পতিবার গ্রেফতার দেখানোর আরেকটি আবেদন করেন।
×