ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যশোরে জব্দ ৮ জেব্রা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মে ২০১৮

যশোরে জব্দ ৮ জেব্রা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ভারতে পাচারকালে যশোর থেকে উদ্ধার হওয়া ১০টি জেব্রার মধ্যে জীবিত ৮টি জেব্রাকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এদের মধ্যে একটি পুরুষ ও ৭টি মাদি জেব্রা। তবে সব জেব্রাই শারীরিকভাবে দুর্বল। এদের মধ্যে একটি জেব্রা খোঁড়াচ্ছে। গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোঃ নিজাম উদ্দিন জানান, যশোর হতে উদ্ধারকৃত জীবিত ৮টি জেব্রার মধ্যে একটি পুরুষ ও ৭টি মাদি জেব্রা। তাদের দ্রুত চিকিৎসা দেয়া দরকার। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া ও পার্কের ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার মোঃ সরোয়ার হোসেন খান জানান, গত বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেয়া তিনটি শাবকসহ গাজীপুরের বঙ্গবন্ধ শেখ মুজিব সাফারি পার্কে ১৪টি জেব্রা রয়েছে। নতুন ৮টি জেব্রাসহ ওই পার্কে জেব্রা পরিবারের সদস্য সংখ্যা এখন ২২ এ দাঁড়িয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান, বুধবার বিকেলে জীবিত ৮টি জেব্রাকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১০ মে ॥ মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার রাতে ভাশুরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযান চালিয়ে মজিবুর রহমান (৪৫) নামের তিন সন্তানের জনককে গ্রেফতার করেছে। মজিবুর উপজেলার ধানীসাফা গ্রামের আবদুর রশিদ হাওলাদারের ছেলে। জানা গেছে, উপজেলার ধানীসাফা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগমকে তার ভাশুর মজিবুর রহমান দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
×