ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে গাছ পড়ে শিক্ষার্থী নিহত,আহত ২

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে গাছ পড়ে শিক্ষার্থী নিহত,আহত ২

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে এক স্কুল শিক্ষার্থী নিহত ও অপর ২ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শক্তি বর্ধন জানান- প্রচ- ঝড় শুরু হলে ওই শিক্ষার্থীরা টিনসেড শ্রেণী কক্ষ থেকে বের হয়ে পাকা ভবনে যাওয়ার পথে গাছটি ভেঙ্গে তাদের ওপর পড়ে। হতাহতরা সবাই পঞ্চম শ্রেণীর ছাত্রী। নিহত শিক্ষার্থী অন্বেষা বর্ধন (১১) বিরামপুর গ্রামের জুয়েল বর্ধনের কন্যা। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তারের পরামর্শে ঢাকা নেয়ার পথে নরসিংদীতে পৌছার পর এ্যাম্বুলেন্সেই মারা যায় সে। আহত বাকি দুইজন ব্র্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলো ইছহাক মিয়ার মেয়ে তিথি (১১) ও সাচ্চু মিয়ার মেয়ের মেয়ে তায়েফা (১১)। তাদের সবার বাড়ি বিরামপুর গ্রামে। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার নওগাঁর ধামইরহাটে কালবৈশাখী ঝড়ে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষেতের পাকা বোরো ধান, গাছপালা, বাড়ি ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। এতে কৃষকের সোনালী স্বপ্ন ভেঙ্গে যেতে বসেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৫-৭ মিনিট স্থায়ী কালবৈশাখী ঝড় উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়। প্রচ- ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি হতে থাকে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড়ের ফলে ক্ষেতের পাকা বোরো ধান, ভুট্টাক্ষেত মাটিতে শুয়ে পড়ে।
×