ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:৪৫, ১১ মে ২০১৮

শেরপুরে যৌতুকের মামলায় স্বামীর কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ মে ॥ শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় জহিরুল হক (৪৫) নামে এক ব্যক্তির এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত জহিরুল নেত্রকোনা সদরের সহিলপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। ট্রাইব্যুনালের পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, সদর উপজেলার চরমুচারিয়া গ্রামের আব্দুর রশিদ দুলালের মেয়ে ও ২ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী শাপলা (৩৮) কে ২০১৭ সালের ২৬ মে সন্ধ্যায় ২ লাখ টাকার যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে জহিরুল। পরে গৃহবধূ শাপলা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওই বছরের ৭ জুন স্বামী জহিরুল ও তার ভগ্নিপতি নুরুল আমিনসহ ২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের কচুকাটা ইউনিয়ন কমিউনিটি সেন্টারে প্রথম দিনের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ কলেজ চত্বরে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহধর্মিণী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এ্যান্ড অটিজম বিভাগের প্রকল্প পরিচালক অধ্যাপক শাহীন আখতারের নেতৃত্বে প্রথম দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করা হয়। প্রযুক্তিমেলা ও প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ মে ॥ নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র আয়োজনে প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নাটোরের দয়ারামপুরে বাউয়েটের নিজস্ব ক্যাম্পাসে প্রযুক্তি মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৭টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে প্রজেক্ট শো (হার্ডওয়্যার, সফটওয়্যার), আইডিয়া কনটেস্ট, অটোক্যাড, গেইমিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। পরে মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
×