ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভারে সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৪, ১১ মে ২০১৮

সাভারে সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ মে ॥ সাভারে সেপটিক ট্যাঙ্কে পড়ে সৌরভ মিয়া নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচড় এলাকায় জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে সৌরভ পাশের চার তলা বাড়ির নিচে দিয়ে হেঁটে যাওয়ার সময় সেপটিক ট্যাঙ্কে পড়ে মারা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। সেপটিক ট্যাঙ্কের মুখ খোলা ছিল- তাই শিশুটি পড়ে মারা গেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শিশুটি বাবা-মায়ের সঙ্গে মান্নান মিয়ার বাড়িতে একটি কক্ষ নিয়ে বসবাস করত। অপরদিকে, এদিন সকালে সাভারের জোরপুল এলাকায় একটি বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে ফার্মা কার্নিভ্যাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে অনুষ্ঠিত হলো সপ্তাহব্যাপী একাডেমিক উৎসব ‘ফার্মা কার্নিভাল ২০১৮’। রাজধানীর আফতাব নগরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৩ - ৯ মে চলে উৎসবের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ফার্মা অলিম্পিয়াড, গানের প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. চৌধুরী ফয়েজ হোসাইন। -বিজ্ঞপ্তি
×