ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১২০ বছর পর ক্যাম্পাস পেল রাজশাহী সার্ভে ইনস্টিটিউট

প্রকাশিত: ০৪:৪৩, ১১ মে ২০১৮

১২০ বছর পর ক্যাম্পাস পেল রাজশাহী সার্ভে ইনস্টিটিউট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রতিষ্ঠার ১২০ বছর পর নতুন ক্যাম্পাসে পথচলা শুরু করল রাজশাহী ইঞ্জিনিয়ারিং এ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার কচুয়াতৈল এলাকায় সার্ভে ইনস্টিটিউটের নতুন এই ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসটির উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে ক্যাম্পাস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। লিটন বলেন, সার্ভে কলেজের নতুন ক্যাম্পাস নির্মাণে তিনি মেয়র থাকা অবস্থায় মন্ত্রণালয়ে গিয়েছিলেন। প্রকল্প পাস করিয়ে এনেছেন। এই সার্ভে ইনস্টিটিউট ভূমি জরিপের দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে। প্রতিষ্ঠানটি একদিন ভূমি জরিপ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, সারাদেশে সার্ভে ইনস্টিটিউট মাত্র দুটি। রাজশাহী সার্ভে ইনস্টিটিউট এখানকার মানুষের গৌরবের প্রতিষ্ঠান। এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়ার জন্য খায়রুজ্জামান লিটন যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণে তিনি তার পাশে থেকে সহযোগিতা করে যাবেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, রাজশাহী সার্ভে ইনস্টিটিউট জেলা পরিষদ থেকে পরিচালিত হলেও এর উন্নয়নে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন যে ভূমিকা রেখেছেন তার জন্য রাজশাহীর সব মানুষ তার কাছে কৃতজ্ঞ।
×