ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অধিগ্রহণ করা ভূমির প্রধানমন্ত্রী ঘোষিত মূল্য দাবি

প্রকাশিত: ০৪:৪২, ১১ মে ২০১৮

অধিগ্রহণ করা ভূমির প্রধানমন্ত্রী ঘোষিত মূল্য দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১০ মে ॥ মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে বিদ্যুত উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য প্রধানমন্ত্রী ঘোষিত তিনগুণ দাবিতে মানববন্ধন করেছেন ছাগলছিড়া-শশীকান্দি গ্রামবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়ায় প্রকল্পের সামনে এ মানববন্ধন করা হয়। ছাগলছিড়া এলাকার মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান খান জানান, পটুয়াখালী-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুত সঞ্চালন লাইন ও ২৩০/৪০০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া শশীকান্দি গ্রামের ৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। এজন্য জমির মালিকদেরকে জেলা প্রশাসক ১৯৮২ সালের ২নং অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী নোটিস করে। সে সঙ্গে ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসন অধিগ্রহণকৃত এ সমস্ত জমির জমির মূল্য দেড়গুণ নির্ধারণ করে। তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ তিনগুণ দেয়া হবে বলে ঘোষণা দেন। আমরা ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন চাই। রাঘদী ইউনিয়নের সদস্য মুক্তি বেগম (৫০) বলেন, আমরা উন্নয়ন চাই। আমাদের এলাকায় প্রধানমন্ত্রী যে বিদ্যুত উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু অধিগ্রহণকৃত জমির মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত এমনও ভূমি-মালিক রয়েছি, তাদের ওই জমিটুকুই জীবন-জীবিকার একমাত্র সম্বল। জলঢাকায় পুলিশের নতুন তদন্ত কেন্দ্র চালু স্টাফ রিপোটার, নীলফামারী ॥ জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের মিরগঞ্জ হাটে একটি নতুন পুলিশ তদন্ত কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
×