ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:৪২, ১১ মে ২০১৮

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১০ মে ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ হেফাজতে থাকা ডাকাত দলের নেতা মিরাজুল ইসলাম মিরা (৪৩) বৃহস্পতিবার মধ্যরাতে ক্রসফায়ারে পড়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি-বোমা উদ্ধার করে বলে দাবি করেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের নেতা মিরাজুল ইসলাম মিরা নিহত হয়। বুধবার রাতে পুলিশ হেফাজতে থাকা মিরাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১টি দেশী শাটারগান, ২ রাউন্ড গুলি, ২টি বোমা ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানা পুলিশ আকরাম হোসেন জানান, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মরহুম হাফেজ ম-লের ছেলে মিরাজুল ইসলাম মিরা ডাকাত দলের নেতা। খবর পেয়ে বুধবার বিকেলে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ২ রাউন্ড গুলিসহ নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটকের পর থানা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মিরা তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত ১টার দিকে তাকে নিয়ে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারে বের হয়। রাত ২টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের গোবিন্দহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎপেতে থাকা মিরার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মিরাকে তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে পালাতে গেলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।
×