ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোলে টাকা ছিনতাই

যশোরে পুলিশ কর্মকর্তাসহ চারজনের নামে চার্জশীট

প্রকাশিত: ০৪:৪১, ১১ মে ২০১৮

যশোরে পুলিশ কর্মকর্তাসহ চারজনের নামে চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঝিকরগাছায় ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাই মামলায় পুলিশ কর্মকর্তাসহ চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্লা যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার এই চার্জশীট জমা দিয়েছেন। অভিযুক্ত আসামিরা হলেন, যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মহসীন সরকারের ছেলে জীবন সরকার, গোপালগঞ্জের কাশিয়ানি থানার ফলসি গ্রামের আলহাজ কাজী আব্দুস সালামের ছেলে যশোর কোতোয়ালি থানার তৎকালীন কনস্টেবল জহুরুল হক, নীলফামারির সৈয়দপুর উপজেলার কয়ানিজপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে যশোর কোতোয়ালি থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম ও যশোর শহরতলীর চাঁচড়া মোড় এলাকার হারুন কাজীর ছেলে কাজী শহিদুল ইসলাম সুমন। জানা গেছে, বেনাপোলের রুশা এন্টারপ্রাইজের মালিক তার লেগুনা চালক আব্দুর রশীদের মাধ্যমে ১২ লাখ টাকা যশোর অফিসের ম্যানেজার ইশতিয়াক আলমের কাছে পাঠান। পথে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছার রজনীগন্ধা কোল্ডস্টোরেজ এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন জন এসে লেগুনার গতিরোধ করে। এসময় রাস্তায় দাঁড়ানো অপর একজন গাড়ির কাছে এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা চালক আব্দুর রশীদকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ব্যাগ থেকে দু’জন দু’টি বান্ডিল বের করে পকেটে রাখে। এসময় রশীদের চিৎকারে স্থানীয়রা এসে ছিনতাইকারী জীবন সরকার ও কাজী জহুরুল হককে আটক করে। আটক দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া এক লাখ ৫০ হাজার টাকা। পরে পুলিশ এসে জীবন সরকার ও জহিরুল হককে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের আনছার আলীর ছেলে লেগুনাচালক আব্দুর রশীদ ঝিকরগাছা থানায় চারজনকে আসামি করে ছিনতাইয়ের অভিযোগ একটি মামলা করেন। মামলাটি প্রথমে ঝিকরগাছা থানা পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
×