ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একদিনেই উঠে গেল সড়কের কার্পেটিং

প্রকাশিত: ০৪:৪০, ১১ মে ২০১৮

একদিনেই উঠে গেল সড়কের কার্পেটিং

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১০ মে ॥ ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এলজিইডির সড়ক গত সোমবার অফিসকে বুঝে দেয়ার পরের দিনেই কার্পেটিং উঠে গেছে। বিটুমিনের বদলে পোড়া মবিল দিয়ে রাস্তা নির্মাণ করার কারণে একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাওয়ায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। এ ঘটনাটি ঈশ^রদীর উপজেলা সাঁড়া ইউনিয়নের চারমাড়ি মোড়ে ঘটেছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৮২ লাখ টাকা ব্যয়ের ঈশ্বরদী উপজেলার জিপিএস থেকে চানমারি পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা কার্পেটিং কাজ প্রভাবশালী ঠিকাদার জিন্নাত আলী পান। তিনি গত সোমবার রাস্তাটি উপজেলা প্রকৌশল অধিদফতরকে বুঝিয়ে দেন। এ পরদিন মঙ্গলবার এ রাস্তাটির বিভিন্ন অংশে কার্পেটিং উঠে যায়। রাস্তা নির্মাণের পরের দিনই কার্পেটিং উঠে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা চানমাড়ি মোড়ে রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবীর, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারসহ প্রকৌশল অধিদফতরের অন্য সহকারী প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় রাস্তা মেরামতের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের লোকজন তড়িঘড়ি করে বিটুমিনের বদলে পোড়া মবিল দিয়ে কার্পেটিং করেছে। এ সময় এলাকাবাসী প্রতিবাদ জানালে ঠিকাদারের লোকজন তাদের ভয়ভীতি দেখায়। এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবীর জানান, রাস্তার ভাঙ্গা অংশ খুব দ্রুত সংস্কার করা হবে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন জানান, সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রাস্তার ভাঙ্গা অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে ঠিকাদার জিন্নাত আলী জিন্না জানান, এই রাস্তার ধারণ ক্ষমতা ১৫ থেকে ১৮ টন কিন্তু রাস্তা দিয়ে ৪০ টন ওজনের ড্রাম ট্রাকে বালুবহনের কারণে বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে।
×