ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাটিং এ্যাপ উন্মুক্ত করল ইয়াহু

প্রকাশিত: ০৪:৪০, ১১ মে ২০১৮

চ্যাটিং এ্যাপ উন্মুক্ত করল ইয়াহু

হোয়াটসএ্যাপ, মেসেঞ্জারের মতো ইনস্ট্যান্ট মেসেজিংয়ের এ্যাপগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির ব্যবহারের জন্য চ্যাটিং এ্যাপ উন্মুক্ত করল ইয়াহু। ইয়াহুর এই গ্রুপ চ্যাটিং এ্যাপ্লিকেশনটির নাম ‘স্কুইরেল’। বর্তমানে এ্যাপটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে ইয়াহু। গুগল প্লে স্টোর ও এ্যাপ স্টোরে শুধু আমন্ত্রিতরাই এ্যাপটি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন। মূলত গ্রুপ চ্যাটকেই বেশি প্রাধান্য দেয়া হয়েছে। স্কুইরেল এ্যাপটি ‘ডিসকর্ড’ ও ‘সø্যাক’ এ্যাপের সঙ্গে প্রতিযোগিতার জন্যই তৈরি করেছে ইয়াহু। এর বিশেষত্ব হচ্ছে প্রচলিত হোয়াটসএ্যাপ বা উইচ্যাটের ফিচারগুলোর জায়গায় নির্দিষ্ট বিষয় ও মানুষ নিয়ে চ্যাট ‘রুম’ তৈরি করা যাবে। একটি মূল ‘রুম’ ফিচার থাকবে, যেখানে পুরো গ্রুপকে একসঙ্গে করার ও কোন ঘোষণা দেয়া যাবে। এছাড়া নোটিফিকেশন বন্ধ করার জন্য মিউট সুইচ থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির ব্যবহারের জন্য এ এ্যাপ তৈরি করেছে ইয়াহু। -অর্থনৈতিক রিপোর্টার রাজধানীতে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৮। শাহবাগে পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে এ উৎসব উদ্বোধন করবেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির আয়োজনে এ ফেস্টিভ্যাল তৃতীয়বারের মতো পৃষ্ঠপোষকতা করছে ‘মি. নুডল্স’
×