ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চারে উঠে এলো মোস্তাফিজদের মুম্বাই

প্রকাশিত: ০৮:৫৯, ১০ মে ২০১৮

চারে উঠে এলো মোস্তাফিজদের মুম্বাই

ক্রিকইনফো ॥ টানা ব্যর্থতায় ছিটকে যাওয়ার পথে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই মুম্বাই এবারের আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানে হারিয়েছে মোস্তাফিজবিহীন মুম্বাই। এবারের আসরে টানা ব্যর্থতায় থাকলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের দাপট ধরে রেখেছে মুম্বাই। ২০১৫ সালের পর থেকে সব ম্যাচই জিতেছে। টস হেরে ব্যাট করতে নামা মুম্বাই শুরু থেকে ছিল দাপুটে। ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে ২১০ রানের বড় পুঁজি পায় রোহিত শর্মার দল। কলকাতার বোলারদের ওপর তাণ্ডব চালান ইশান কিশান। ১৭ বলে তুলে নেন ফিফটি। তার ২১ বলে করা ৬২ রানের ঝড়ো ইনিংস শেষ দিকে পুঁজি বাড়ায় মুম্বাইয়ের। অধিনায়ক শর্মা ৩৬ রান করেন। কলকাতার পক্ষে ৪৮ রানে তিন উইকেট নেন পিযুশ চাওলা। জবাবে খেলতে নেমে মুম্বাইয়ের বোলিংয়ে দাঁড়াতে পারেনি কলকাতা। খেই হারিয়ে ১৮.১ ওভারে গুটিয়ে গেছে ১০৮ রানে। সর্বোচ্চ ২১ রান আসে নিতিশ রানা ও ক্রিস লিনের ব্যাট থেকে। মুম্বাইয়ের পক্ষে দুটি উইকেট নেন দুই ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া। পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সানরাইজার্স। এক ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে সাকিবদের। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস, ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় পাঞ্জাব। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে কলকাতার পয়েন্ট সমান থাকলেও রান রেটে পিছিয়ে কেকেআর।
×