ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের গুলিতে ডিস ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৮:৪৭, ১০ মে ২০১৮

সন্ত্রাসীদের গুলিতে ডিস ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥ বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৯টায় গুলির ঘটনা ঘটে। রাত ১০টায় ঢামেক হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক বাবু (৩০)। বাবার নাম মোঃ ফজলুর রহমান। তিনি মধ্য বাড্ডার আলাতুনেসা স্কুল রোডের পৈত্রিক বাড়িতে বসবাস করতেন। নিহতের বাবা জানান, দক্ষিণ বাড্ডা জাগরণী ক্লাবের সামনে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ফজলুর রহমান। তার স্ত্রীর নাম শারমিন, এক সন্তানের জনক। ১ ভাই ৩ বোনের মধ্যে সে ছিল বড়। ম্যাক্স কেবল নামে ডিস ও ইন্টারনেটের ব্যবসা রয়েছে তার। তবে কী কারণে কেন কারা এই হত্যাকা- ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি। বাবা স্কুলের নাইট গার্ড। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় বাড্ডা থানা পুলিশ লাশের সুরতহাল করছিল। আজ সকালে তার লাশের ময়নাতদন্ত করা হবে।
×