ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:৩৬, ১০ মে ২০১৮

আলোচিত খবর

হয়ে গেল সোনাম-আনন্দের বিয়ে বহু জলপনা-কল্পনা অবসান ঘটিয়ে গত মঙ্গলবার ৮ মে ২০১৮ পুরনো শিকরীতি মেনে বিয়ে করলেন অনিল তনয়া এবং বলিউডের আলোচিত অভিনেত্রী ও সুপার মডেল সোনাম কাপুর। দীর্ঘদিনের প্রেমীক আনন্দ আহুজের সঙ্গে ধর্মীয় সব রীতিনীতি মেনে গাঁটছড়া বাধঁলেন আলোচিত এই প্রেমীক যুগল। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, রানি মুর্খাজি, রনবীর সিংসহ আরও বলিউডের সুপার স্টারও গত মঙ্গলবারের বিয়েতে উপস্থিত থেকে সোনাম-আনন্দের বিয়ে উদযাপন করেছেন। বন্ধুদের মাধ্যমে পরিচর তারপর প্রেম শেষে পরিণয় আলোচিত এই প্রেমীক দম্পতির। বায়োপিকে বিতর্কিত ঘটনাগুলো বাদ! সঞ্জয় দত্ত। যার নামটি শুনলে মুখস্থ বলে দেয়া যায় আলো-আঁধার দু-দুনিয়ায়ই একক আধিপত্য বিস্তারকারী বলিউড নায়ক। যার জীবনে বেশিরভাগ সময়ই কেটেছে বিতর্কের চাপ মাথায় নিয়ে। হাজার বিতর্কে ভরা যে মানুষটার জীবন, সেই মানুষটার জীবনের বিতর্কিত অধ্যায়গুলো বাদ পড়েছে বায়োপিক সঞ্জুতে। আসুন এক পলকে জেনে নেই কোন বিতর্কিত ঘটনাগুলো বাদ পড়েছে বায়োপিক সঞ্জুতে....... বন্দুক প্রেম : লোকে কত প্রেমে পড়ে। কেউ গাছের, কেউ বা মানুষের। কিন্তু বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত সর্বদাই পড়তেন বন্দুকের প্রেমে। বন্দুকপ্রেমী সঞ্জয় দত্তকে তাই অনেকবার অনেক সমলোচনার মুখোমুখি হতে হয়েছে। তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল। একবার পুলিশ তাঁর বাড়ি থেকে একে-৪৭ মডেলের অস্ত্র উদ্ধার করে। যা নিয়ে বেশ বিতর্কিত হতে হয় তাকে। তার বাজে অভ্যাসগুলোর মধ্যে অন্যতম গুলি করে গাড়ির গ্লাস ভাঙা। বলিউড সূত্রে জানা যায় এস বিষয়গুলো বায়োপিক থেকে বাদ দেয়া হয়েছে। অন্ধকার জগতের সঙ্গে যোগাযোগ : অন্ধকার জগতের ডন ছোটা শাকিলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এসব খবরই ভাইরাল হতে থাকে। এ নিয়ে অনেকবার অনেক সমলোচনা হয়েছে কিন্তু বায়োপিকে এ নিয়ে কোন আলোচনাই নেই। সহ-অভিনেতাদের সঙ্গে ঝামেলা : খুব বেশি হয়ত আলোড়নে আসেনি যে বিষয়টা সেটা হলো সহ অভিনেতাদের সঙ্গে সঞ্জয় দত্তের খারাপ ব্যবহারের বিষয়টা। তাঁর বায়োপিক থেকে এ বিষয়টিও বাদ দেয়া হয়েছে। টিনা মুনিমের সঙ্গে প্রেম : টিনা মুনিমের সঙ্গে তার যে সম্পর্ক ছিল তা নাকি দেখানো হবে না বায়োপিকে। কিন্তু কথাটি নিয়ে দ্বিমত রয়েছে। কোন কোন সংবাদ মাধ্যম দাবি করেন বায়োপিকে টিনা মুনিমের চরিত্রে দেখা যেতে পারে সোনাম কাপুরকে। এটা সঠিক না বেঠিক সেটি নিয়ে মুখ খোলেননি পরিচালক। দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফিরছেন জেপি দত্ত! দীর্ঘ ১৫ বছর পরে যুদ্ধের কাহিনী অবলম্বনে ছবি তৈরি করতে যাচ্ছেন বলিউডের একাধিক হিট ছবির পরিচালক জেপি দত্ত। ছবিটির নামকরণ করা হয়েছে ‘পল্টন’। যুদ্ধকে বিষয়বস্তু করে জেপি শেষ ছবি করেছিলেন ২০০৩ সালে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। এছাড়া আরও রয়েছেন সিদ্ধান্ত কাপুর, গুরমিত চৌধুরী, ও সোনু সুদ। ১৯৬৭ সালের ভারত-চীন যুদ্ধের বেশ কিছু অজানা গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। কয়েকদিন আগে টুইটারে ছবির শূটিং স্পটের কিছু দৃশ্য অর্জুন পাল পোস্ট করেন। আর এতেই দর্শকের আগ্রহের মাত্রা বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তুমুল ঝড়। সব ঠিক থাকলে ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর রিলিজ হবে। এবার র‌্যাম্বো-৫ মেক্সিকোতে! হলিউড ছবি মানেই নতুন কোন চমক। সে চমক নিয়ে এবার বাজারে আসছে র‌্যাম্বো-৫ সিলভেস্টার স্টেলন, বয়স ৭১ হলেও যেন তরতাজা যুবক। বয়স বাড়ে কিন্তু যেন বুড়ো হন না তিনি। র‌্যাম্বো সিরিজে এবার তিনি নিয়ে আসছেন র‌্যাম্বো-৫ নামক সিনেমাটি। ভিয়েতনাম যুদ্ধের উপর প্রথম র‌্যাম্বো ছবিটি মুক্তি পায় ১৯৮২ সালে। বক্স অফিসে সেবার দুর্দান্ত সাড়া ফেলে দেয় ছবিটি। এর পর র‌্যাম্বো সিরিজ কে আর ঠেকায় কে। একের পর এক সুপারহিট তকমা পেয়ে যাচ্ছিল সিনেমাগুলো। স্টেলন জানিয়েছেন তিনি স্ক্রিপ্টের বিষয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক-ঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই শূটিংয়ের কাজ শুরু হবে। র‌্যাম্বো এ দেখা যাবে বন্ধুর অপহৃত কন্যাকে উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্ত পেরোবে নায়ক। এবং পৌঁছে যাবে মেক্সিকোর সবচেয়ে হিংসাত্মক জায়গায়। ২০০৮ সালে সর্বশেষ র‌্যাম্বো সিরিজের মুভি বের হয়। এ্যাভেঞ্জার্সে ১ বিলিয়ন ডলারের উপর আয়! মুক্তির মাত্র এগারো দিনে মাথায় এ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার । ছবিটি আয় করে বাংলাদেশী টাকায় ৮ হাজার ৪৬৫ কোটি ৭০ লাখ টাকা। যা কিনা মার্কিন ডলারের মূল্যে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। বিশ^জুড়ে এখন এ নিয়ে তোলপার। হলিউডে ২৭ এপ্রিল ছবিটি মুক্তি পায় ।সূত্র বলছে ছবিটি তৈরিতে খরচ হয়েছিল ৩৮৬ কোটি ২৮ লাখ টাকা।ছবিটি বাংলাদেশ সহ বিশে^র নানা প্রান্তে সাড়া ফেলে দিয়েছে। ছবিটি দেখার জন্য সিনেমা হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সংবাদ সংস্থ্যা সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়,স্বল্প সময়ে ডিজনির ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করা ছবিগুলোর মধ্যে এ্যাভেঞ্জার্স: ইনফিনিটিওয়ার ২৭তম।ছবিটিতে অভিনয় করেন একঝাঁক খ্যাতিমান তারকা। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন পরিচাল জো রুশো এ অ্যান্থনি রুশো।হলিউডের ছবিতে এর আগে ১২ দিনে মাথায় ১০০ কোটি ডলার ব্যবসা করে সাইন্স ফিকশন ছবি ‘ স্টারওয়ারস : দ্য ফোর্স এ্য্ওায়েকেন্স।সে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। মেট গালায় পরীর বেশে প্রিয়ঙ্কা-দীপিকা! পরীর চেয়ে সুন্দরী আর কেউ নেই। সেই পরীর সাজেই এবার নিউইয়র্কে মেট গালা ২০১৮-এর রেড কার্পেটে নানা হলিউড অভিনেত্রীদের ভিড়ে নজড় কারেন বলিউডের দুই অভিনেত্রী প্রিয়ঙ্কা ও দীপিকা। মেট গালার অনুষ্ঠানে একটি আসরে হাজির ফ্যাশন সেবা। থিম ছিল স্বর্গীয় শরীর: ফ্যাশন ও ক্যাথলিক কল্পনা। গত বছরের মতো এবার ও আন্তর্জাতিক আসরে র‌্যাল্ফ লরেনের ডিজাইন করা পোশাকে মঞ্চ কাঁপালেন প্রিয়ঙ্কা চোপড়া। দীপিকা পাড়ুকোন সেজেছিলেন নেপালি ডিজাইনার প্রবাল গুরুঙের তৈরি করা পোশাকে। লাল স্লিট গাউন আর স্কারলেট হিলে মঞ্চ কাপালেন তিনি। মেটের অফিসিয়াল টুইটারে দুই বলিউড তারকার ছবি শেয়ার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তাঁদের ভক্তরা গুণগান করছেন প্রিয় তারকার রূপের।
×