ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অতনু রায়

জমকালো আয়োজনে ৭১তম কান

প্রকাশিত: ০৭:৩৫, ১০ মে ২০১৮

জমকালো আয়োজনে ৭১তম কান

গত মঙ্গলবার ৮ মে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী ও মর্যাদাসম্পন্ন ‘কান’ চলচ্চিত্র উৎসবের। বরাবরের মতো এ বছরও উৎসবটি পালিত হচ্ছে দক্ষিণ ফ্রান্সের রিসোর্ট শহর কানের পালে দোঁ ফেস্টিভ্যাল ভবনে। এবারের ৭১তম উৎসবের অফিসিয়াল পোস্টারের জন্য জর্জেস পিয়ের (১৯২৭Ñ২০০৩) এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর তোলা ফ্রেঞ্চ নিউ ওয়েভের অন্যতম রূপকার জ্যাঁ-লুক গদারের ‘পিয়েরো দ্য ম্যডম্যান’ (১৯৬৫) ছবিতে ‘পল’ ও ‘আনার’ চুম্বন দৃশ্যটি। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর সাধারণত মে মাসেই পালিত হয়ে আসছে পৃথিবীর অন্যতম প্রাচীন এই উৎসবটি। টানা ১২ দিন উৎসবের আমেজে ডুবে থাকবে পুরো বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা। পৃথিবীর ১৬০টি দেশের ৪০ হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবারের আসরটি। ইরানের প্রখ্যাত নির্মাতা আজগর ফরহাদির পরিচালনায় আলোচিত চলচ্চিত্র ‘এভরিবডি নোজ’ দিয়ে শুরু হয়েছে ৭১তম আসরটি। বরাবরের মতো এবারও লালগালিচায় হেঁটেছেন হলিউড-বলিউডের সুন্দরী অভিনেত্রীরা। প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ১৮টি ছবির মধ্যে ৯টিই এশীয় নির্মাতাদের সৃষ্টি। এ ছাড়াও দুজন মার্কিন নির্মাতার ছবি ঠাঁই পেয়েছে এ বিভাগে। ফরাসী নির্মাতা গঁদার, মার্কিন নির্মাতা স্পাইক লি, ইরানের জাফর পানাহির কাজগুলোও জায়গা করে নিয়েছে প্রতিযোগিতা বিভাগে। ঘোষণা করা হয়েছে ‘আ মারঁতে রিগার’ বিভাগের ছবির নাম। ভারতীয় অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাসের নির্মিত চলচ্চিত্র ‘মান্টো’-এ বছর আ মারঁতে রিগা বিভাগের নির্বাচিত হয়েছে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়াও এবারের উৎসবের ‘মাস্টার অব দ্য সেরেমনি’ হিসেবে ঘোষিত হয়েছে ফরাসী অভিনেতা ও নির্মাতা ‘এদুয়ার বায়ের’-এর নাম। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে জুরি ম-লীর প্রধান হিসেবে থাকছেন অভিনেত্রী ‘কেট ব্লানচেট’। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন দুই চলচ্চিত্র নির্মাতা ‘এভা দ্যুভের্নে’ এবং ‘দেনি ভিলনভ’ এবং দুই অভিনেত্রী ‘ক্রিস্টেন স্টুয়ার্ট’ এবং ‘লিয়া সিডু’। এদিকে বাংলাদেশ থেকে কান উৎসবে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া জামানের নেতৃত্বে বাংলাদেশের দুই তরুণ নির্মাতা রেজয়ান শাহরিয়ার সুমিত ও সুমন দেলোয়ার। দুই তরুণ নির্মাতা অংশগ্রহণ করবেন তিন দিনের বিশেষ কর্মশালায়। অপরদিকে রাজনৈতিক কারণে আমন্ত্রণ পেয়েও যোগ দিতে পারছেন না ইরানের ‘জাফর পানাহি’ এবং রাশিয়ার ‘কিরিল সেরেব্রেনিকভ’। উৎসবের সেরা পুরস্কার ‘পালমে ডিওর : এর জন্য লড়াই হবে দুজনের মধ্যেও। কেননা উৎসবের প্রতিযোগিতা বিভাগে রয়েছে পরিচালক পানাহির ‘থ্রি ফেসেস’ এবং সেরেব্রেনিকভের ‘লেটো’ দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফৌজদারি মামলায় ইরান এবং রাশিয়ার কর্তৃপক্ষ আটকে রেখেছে তাঁদের। এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন সমালোচকরা। এদিকে লালগালিচায় সেলফি ও মার্কিন বিনোদনমূলক প্রতিষ্ঠান নেটফ্লিক্সকে নিষিদ্ধ করা হয়েছে এবারের আয়োজনে। বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে উৎসবের পর্দা নামবে ১৯ মে; ব্রিটিশ আমেরিকান পরিচালক টেরি গিলিয়ামের ‘দ্য ম্যান হু কিল্ড ডন কুইজট’ চলচ্চিত্রটির প্রদর্শনীর মধ্য দিয়ে।
×