ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারী গুপ্তচর আলিয়া ভাট

প্রকাশিত: ০৭:৩২, ১০ মে ২০১৮

 নারী গুপ্তচর আলিয়া ভাট

বলিউডে গতানুগতিক ধারার বাইরে ভিন্ন স্বাদের গল্প নিয়ে সিনেমা নির্মাণের নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। দর্শক অনেক সময় সাদরে গ্রহণ করছেন অন্যরকম গল্পের ভিন্ন স্বাদের সিনেমাগুলো আবার কোন সময় প্রত্যাখান করেন। এভাবেই চলছে ইদানীংকার বলিউডি সিনেমার দিনকাল। ‘টয়লেট এক প্রেম কথা’, ‘প্যাডম্যান’, ‘জলি এলএলবি’, ‘রেইড নিউটন’, ‘সেভ সিক্রেট সুপারস্টার’, ‘তুমহারি সুলু’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ‘ইন্দো সরকার’, ‘শুভ মঙ্গল’ ‘সাবধান’,‘ হিন্দী মিডিয়াম’, পিক্স’ প্রভৃতি হিন্দী সিনেমার নাম এসে যায় এ প্রসঙ্গে। এ ছবিগুলোতে দীর্ঘদিনের অতিপ্রচলিত গল্পের চর্চা দেখা যায়নি। নতুন নতুন বিষয়বস্তুর অবতারণা করা হয়েছে। যা দর্শক সমালোচক সবাইকে আলোড়িত এবং চমকিত করেছে বৈকি। সবার মনে নতুন চিন্তার খোরাক যুগিয়েছে। সমাজ সচেনতাবোধ সৃষ্টি করেছে। ভিন্ন স্বাদের তেমনি আরেকটি হিন্দী সিনেমা ‘রাজি’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। মুক্তি পাচ্ছে এই সময়ের আলোচিত নতুন প্রজন্মের অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত নতুন ছবি। ইতোমধ্যে ‘রাজি’ ছবিটিকে ঘিরে বলিউডে দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছে। বেশ আলোচনা চলছে ‘রাজি’ ছবিটি নিয়ে। কারণ ছবিটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষে কাজ করা এক নারী গুপ্তচরের জীবন কাহিনী নিয়ে। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে লেখা বহুল আলোচিত উপন্যাস ‘কলিং সেহমাত’ অবলম্বনে ‘রাজি’ ছবির চিত্রনাট্য সাজানো হয়েছে। হারিন্দার সিক্কার লেখা উপন্যাসটিতে মূলত সেহমাত নামের এক ভারতীয় কাশ্মীরী তরুণীর আত্মত্যাগ দুঃসাহসী মনোভাব এবং দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। যে একজন পাকিস্তানী সেনা অফিসারকে বিয়ে করে সে দেশে গিয়ে বসবাস করতে থাকে। পাকিস্তানে একজন সেনা অফিসারের বউ হয়ে সেহমাত ভারতীয় গুপ্তচর হিসেবে কাজ করতে থাকে। এ কাজ করতে গিয়ে তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হয়। দুঃসাহসী দেশপ্রেমিক নারী গুপ্তচর হিসেবে সেহমাতের বীরত্বপূর্ণ কর্মকা- সেলুলয়েডে তুলে ধরতেই ‘রাজি’ ছবিটি নির্মাণ করেছেন সম্ভাবনাময় নারী নির্মাতা মেঘনা গুলজার। ৪৪ বছর বয়সী এই নির্মাতার বাবা গুলজার, যিনি বলিউডের প্রখ্যাত গীতিকার এবং চিত্র পরিচালক। আর তার মা রাখী একদা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। চিত্র পরিচালক বাবা গুলজারের সহকারী হিসেবে কাজ করতে করতে মেঘনা একসময় নিজেই ছবি পরিচালনায় এসে যান। তিনি ‘ফিলহাল’, ‘জাস্ট ম্যারিড’. ‘তালওয়ার’ ছবিগুলো পরিচালনা করেছেন। প্রতিটি ছবিতেই তার আলাদা চিন্তাধারা এবং মেধার চমৎকার প্রকাশ ঘটেছে। মেঘনা গুলজার পরিচালিত নতুন ছবি ‘রাজি’র কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাটের অভিনয় ছবিটিকে সমৃদ্ধ করেছে। এই সময়ে হিন্দী সিনেমার অঙ্গনে জনপ্রিয় এবং ভাল অভিনেত্রী হিসেবে তার অবস্থান নিঃসন্দেহে উজ্জ্বল। বলা যায়, খুব কম সময়ের মধ্যে আলিয়া অনেক এগিয়ে গেছেন। প্রথম অভিনীত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়্যার’-এ তিনি বাজিমাত করেছিলেন। এরপর আলিয়া ধাপে ধাপে এগিয়ে গেছেন আরও অনেক সামনে। রোমান্টিক গ্ল্যামারস ইমেজের নায়িকা হিসেবেও তিনি যেমন সুপারহিট তেমনিভাবে জটিল চ্যালেঞ্জিং রোলেও অসামান্য, দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘বদ্রিনাথ কী দুলহানিয়া’, ‘ টু স্টেটস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘হাম্পটি শর্মা কী দুলহানিয়া’, ‘শানদার, কাপুর এ্যান্ড সনস প্রভৃতি সিনেমায়। খুব কম বয়সেই অভিনয় চমৎকার পরিপক্বতা অর্জন করেছেন মহেশভাট কন্যা আলিয়া। ইতোমধ্যে ফিল্মফেয়ার এ্যাওয়ার্ডসহ বেশকিছু পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন সেরা অভিনয় কর্মের স্বীকৃতি হিসেবে। ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে তার দুর্দান্ত অভিনয় দর্শক মনে আকাক্সক্ষা বাড়িয়ে দিয়েছে, সবাই এখন আলিয়ার অনবদ্য অভিনয় দেখার প্রতীক্ষা থাকে সব সময়। বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশে পিতা প্রখ্যাত চিত্রনির্মাতা মহেশভাটের কোন পৃষ্ঠাপোষকতা নেননি আলিয়া ভাট বলা যায় নিজের যোগ্যাতায় এগিয়ে যাচ্ছেন। তবে আলিয়ার অভিনয় জগতে ব্রেক এবং হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছেন। প্রখ্যাত প্রযোজক পরিচালক করণ জোহর। রাজি ছবিটির প্রযোজক ও করণ জোহর। এ ছবিতে জটিল এবং চ্যালেঞ্জিং একটি রোলে আলিয়া ভাটকে বড় ধরনের সুযোগ দিয়েছেন তিনি। ধারণা করা যায়, ‘রাজি’ ছবির মাধ্যমে বলিউডে আরেক দফা ঝড় তুলতে যাচ্ছেন আলিয়া। এছিিট তার ক্যারিয়ারে আরেক নতুন মাত্রা যোগ করবে। বর্তমানে আলিয়া ব্রহ্মাস্ত্র’, ‘জিরো’, ‘গুল্লি বয়’, ‘কলঙ্ক’ ছবিগুলোতে কাজ করছেন প্রতিটিতেই তাকে ভিন্ন ইমেজের রোলে দেখা যাবে।
×