ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেসিদের সঙ্গী হচ্ছেন গ্রিজম্যান?

প্রকাশিত: ০৭:৩১, ১০ মে ২০১৮

মেসিদের সঙ্গী হচ্ছেন গ্রিজম্যান?

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্টোনিও গ্রিজম্যানের এ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া অনেকটাই নিশ্চিত। কিন্তু যাবেন কোথায়? এই উত্তরও মিলতে শুরু করেছে। জোর আভাস লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ফরাসী ফরোয়ার্ড। অর্থাৎ বার্সিলোনাতে পাড়ি জমানো নাকি গ্রিজম্যানের সময়ের ব্যাপার। গত মৌসুমের গ্রীষ্মকালীন দলবদলে গ্রিজম্যানের দিকে হাত বাড়িয়েও ফিরিয়ে নিয়েছিল বার্সা। পরে শীতকালীন দলবদলেও চেষ্টা চলেছে। ওই সময়ে ব্যর্থ হয়ে ২০১৮-১৯ মৌসুমের শুরুতে ফরাসী ফরোয়ার্ডকে দলে টানার ব্যবস্থা একপ্রকার এগিয়ে রেখেছিল কাতালান জায়ান্টরা। এরই প্রতিফলন দেখা যাবে হয়তো চলমান মৌসুমের শেষে। বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টেমেউও জানিয়েছেন, আগামী মৌসুমে গ্রিজম্যানকে দেখা যাবে ন্যুক্যাম্পে। গত বছরের অক্টোবরে এ্যাটলেটিকো ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি পাকা করার কথা স্বীকার করেছিলেন তিনি। বার্সাতে আসতে গ্রিজম্যান নিজেও আগ্রহী বলে জানিয়েছেন বার্সা সভাপতি। কিছুদিন আগে বার্সার উরুগুয়ে ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মৌসুমে তাদের সতীর্থ হবেন গ্রিজম্যান। গ্রিজম্যানের জন্য ১০০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ বেঁধে দিয়েছিল এ্যাটলেটিকো। বার্সা সেই মূল্য পুরোটা পরিশোধ করবে। তাতে উসমান ডেম্বেলে ও ফিলিপ কুটিনহোর পর বার্সার তৃতীয় ‘হান্ড্রেড মিলিয়ন ইউরো ম্যান’ হবেন গ্রিজম্যান। যদি গ্রিজম্যান বার্সাতে নাম লেখান তাহলে তাকে জায়গা করে দিতে দল ছাড়তে হতে পারে ডেম্বেলেকে। ইতোমধ্যে ফরাসী তারকাকে কেনার আগ্রহ জানিয়েছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। এবারের মৌসুমে গ্রিজম্যান এ্যাটলেটিকোর হয়ে ৫১ ম্যাচে ৩০ গোল করেছেন। ইউরোপা লীগ জিতেই হয়তো মৌসুমটা শেষ করতে পারবেন। আগামী ১৬ মে ফাইনালে এ্যাটলেটিকো মুখোমুখি হবে মার্শেইয়ের।
×