ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল প্লে-অফের সূচীতে পরিবর্তন

প্রকাশিত: ০৭:৩১, ১০ মে ২০১৮

আইপিএল প্লে-অফের সূচীতে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের একাদশ আসর শুরুর আগ থেকেই একদফা সময়সূচী পরিবর্তন করা হয়েছিল। এবার আবারও একইরকম ঘোষণা এলো আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে। দর্শকদের কথা ভেবে প্লে-অফের ম্যাচগুলো রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। সেইসঙ্গে ২৭ মে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটিও শুরু হবে সন্ধ্যা ৭টা থেকেই। বুধবার এক বিবৃতিতে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা সময় পরিবর্তনের ব্যাপারটি নিশ্চিত করেন। ২০১৮ আইপিএলে প্লে-অফ এবং ফাইনাল হবে কলকাতা ও মুম্বাইয়ে। প্রথম কোয়ালিফায়ার (২২ মে) এবং ফাইনাল (২৭ মে) ম্যাচটি হবে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এলিমিনেটর (২৩ মে) এবং দ্বিতীয় কোয়লিফায়ার (২৫ মে) হবে ইডেনে। রাজীব শুক্লা বলেন, ‘আইপিএল টুর্নামেন্ট আসলে ক্রিকেটপ্রেমীদের জন্যই। মাঠে এবং টেলিভিশন ফ্যানদের খেলা দেখার উৎসাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। সুতরাং ভক্তদের কথা ভেবে আমাদের চলতে হবে।
×