ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গতবারের চেয়ে ১টি কম স্বর্ণ জিতেছে স্বাগতিক দল, রিকার্ভে ভরাডুবি, কম্পাউন্ডে আশাতীত সাফল্য,;###;অসীমের ইতিহাস, ব্যর্থ রোমান

বাংলাদেশই চ্যাম্পিয়ন সলিডারিটি আরচারিতে

প্রকাশিত: ০৭:৩০, ১০ মে ২০১৮

বাংলাদেশই চ্যাম্পিয়ন সলিডারিটি আরচারিতে

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে বুধবার শেষ হলো আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। গত ২০১৭ আসরে পাঁচ দলগত ইভেন্ট এবং মেয়েদের রিকার্ভ এককে হীরা মনির স্বর্ণপ্রাপ্তিসহ মোট ছয়টি স্বর্ণপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সাফল্য এবার ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। যদিও পদক তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারাই। কিন্তু গতবারের চেয়ে এবার স্বর্ণ জিতেছে ১টি কম। ২০১৭ আসরে যেখানে ৭ ইভেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ করায়ত্ত করেছিল ৬ সোনা, অথচ এবার ৯ ইভেন্টের ফাইনালে উঠে স্বর্ণ জিতেছে মাত্র ৫টি। কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের অসীম কুমার দাস ১৪০-১৩৪ স্কোরের ব্যবধানে একই দেশের আবুল কাশেম মামুনকে, কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের রোকসানা আক্তার ১৩৬-১৩৩ স্কোরের ব্যবধানে ইরাকের আল মাসহাদানী ফাতিমাহ্কে, কম্পাউন্ড মিশ্র দলগতভাবে ইরাক (আল মাসহাদানী ফাতিমাহ ও সাখান ওয়ালিদ হামিদ) ১৪৬-১৪৩ স্কোরের ব্যবধানে বাংলাদেশকে (অসীম কুমার দাস ও রোকসানা আক্তার), কম্পাউন্ড পুরুষ দলগতভাবে বাংলাদেশ (অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন ও মিলন মোল্লা) ২২৫-২০৫ স্কোরের ব্যবধানে ইরাককে (আল দাঘান ইসহাক, ফাইয়াধ আব্দুল্লাহ্ ও মোতির আমির) এবং কম্পাউন্ড মহিলা দলগতভাবে বাংলাদেশ (রোকসানা আক্তার, বন্যা আক্তার ও রিতু আক্তার) ২১৬-১৫২ স্কোরের ব্যবধানে মরক্কোকে (এল আসাদি কাদিয়া, ফাইজ সৌদ ও কারদাউদ ফাতিমা জাহরা) হারিয়ে স্বর্ণপদক জয় করেন। রিকার্ভ পুরুষ এককে সৌদি আরবের বিনালী আবদালেলাহ ৭-১ সেট পয়েন্টে বাংলাদেশের রোমান সানাকে, রিকার্ভ মহিলা এককে এস্তোনিয়ার পারনাট রিনা ৭-১ সেট পয়েন্টে তুরস্কের উনসাল বেগুনহানকে, রিকার্ভ মিশ্র দলগতভাবে তুরস্ক (বেরেকেত বুকার ও উনসাল বেগুনহান) ৫-১ সেট পয়েন্টে বাংলাদেশকে (রুমানা সানা ও নাসরিন আক্তার), রিকার্ভ পুরুষ দলগতভাবে বাংলাদেশ (রোমান সানা, তামিমুল ইসলাম ও শেখ সজিব) ৫-১ সেট পয়েন্টে নেপালকে (নাগারকোটি রুশান, শেরচান অসীম, পুন মাগার তিলক) এবং রিকার্ভ মহিলা দলগতভাবে আজারবাইজান (গাসিমোভা অজি, ইবাদোভা সুঘরাগহানিম ওই ও রামাজানোভা ইয়ালাগুল) ৫-৪ সেট পয়েন্টে বাংলাদেশকে (নাসরিন আক্তার, বিউটি রায় ও রাদিয়া আক্তার শাপলা) হারিয়ে স্বর্ণপদক জয় করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লেঃ জেনারেল মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল প্রমুখ। ১৬ দেশের তীরন্দাজদের অংশগ্রহণে এই আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় আশা-ভরসার নামটি ছিল রোমান সানা। আন্তর্জাতিক আরচারিতে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৬টি সোনা জেতা রোমানের এ আসরে ৩টিট স্বর্ণজয়ের সম্ভাবনা ছিল। জেতেন মাত্র ১টি। রিকার্ভের পুরুষ দলগত স্বর্ণ জিতলেও হেরে যান রিকার্ভ একক এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে।
×