ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ট্রেবল’ জিতে নেইমারকে নিয়ে উল্লাস পিএসজির

প্রকাশিত: ০৭:২৯, ১০ মে ২০১৮

‘ট্রেবল’ জিতে নেইমারকে নিয়ে উল্লাস পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ একমাত্র অতৃপ্তি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ব্যর্থতা। এটা বাদ দিলে এবারের মৌসুমে শতভাগ সফল ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্যারিসের পরাশক্তিরা আগেই জিতে নিয়েছিল ফরাসী লীগ কাপ ও ফরাসী লীগ ওয়ানের শিরোপা। মঙ্গলবার রাতে দলটি জিতে নিয়েছে ফরাসী কাপেরও ট্রফি। ফ্রান্সের রাজধানী প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পিএসজি ২-০ গোলে হারিয়েছে তৃতীয় সারির দল লেস হারবিয়ের্সকে। এই ট্রফি পিএসজি জিতেছে দলের প্রাণভোমরা নেইমারকে সামনে রেখে। পায়ে অস্ত্রোপচারের পর এই প্রথম ডাগআউটে আসেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফরাসী ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১২ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। পাশাপাশি গত বছরের জুলাইয়ে মোনাকোকে হারিয়ে ফরাসী সুপার কাপ জেতায় চলতি মৌসুমে চারটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন কাভানি, ডি মারিয়ারা। মৌসুমে ফরাসী জায়ান্টদের সফলতায় একটি মাত্র কালো দাগ লেগে আছে। সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়। ওই ম্যাচে অংশ নিতে পারেননি দলটির তথা বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। পায়ের অস্ত্রোপাচার শেষে দলে যোগ দেয়া এই ব্রাজিলীয় তারকা এই ম্যাচে স্টেডিয়ামে ছিলেন। তবে ডাগআউটে দর্শক হিসেবে। পরে অবশ্য ম্যাচ পরবর্তী উদযাপনে সতীর্থদের সঙ্গে যুক্ত হন নেইমার। ম্যাচের প্রথমার্ধে জিওভানি লো সেলসোর গোলে লিড পাওয়া পিএসজির হয়ে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন এডিনসন কাভানি। এর আগে অবশ্য শুরুতেই তিনটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় লীগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে ভিডিও রেফারিংয়ের (ভিএআর) কবলে পড়ে আরেকটি গোল থেকে বঞ্চিত হন কিলিয়ান এমবাপে। ভিএআর সহায়তা নিয়ে তার গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচের প্রথম ১০ মিনিটেই দুটি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় পিএসজি। লো সেলসোর প্রচেষ্টা বারে লেগে ফিরে আসার পর এমবাপের জোরালো শটের বলটিও দিক পরিবর্তন করে গোল পোস্টে লেগে। ম্যাচের ২০ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসোর আরও একটি শটের বল ফিরে আসে পোস্টে লেগে। তিন মিনিট পর ফরাসী মিডফিল্ডার আদ্রিসো র‌্যাবিওর শটের বলটি চলে যায় বার উঁচিয়ে। শেষ পর্যন্ত ২৬ মিনিটে গোল খরা দূর হয় পিএসজির। ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোট্টার বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জালে জড়ান জিওভান্নি লো সেলসো (১-০)। বিরতির পর কয়েকটি ব্যর্থ প্রচেস্টার পর এমবাপে বল জালে পাঠিয়েছিলেন ঠিকই। কিন্তু ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করে সতীর্থ মার্কিনিয়োসের বিরুদ্ধে হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি। ৭৪ মিনিটে ডি বক্সে গোলরক্ষক কাভানিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি (২-০)। ঘরোয়া ফুটবলে ‘ট্রেবল’ জিতে বিদায় নিতে যাওয়া পিএসজি কোচ উনাই এমেরি ম্যাচ শেষে বলেন, চ্যাম্পিয়ন্স লীগের ব্যর্থতাটিকে বাদ দিলে বছর জুড়ে ভাল খেলেছে ছেলেরা। তারা সবসময় চেষ্টা করেছে অধিক সংখ্যক গোল করার। আমাদের এই মৌসুমটি নিয়ে আমি খুশি। মৌসুম শেষেই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই স্প্যানিশ কোচের। যেটি আর নবায়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পিএসজি কোচ আরও বলেন, চ্যাম্পিয়ন্স লীগের মতো সামান্য নেতিবাচক বিষয় নিয়েও আমরা কথা বলতে পারি। কিন্তু আমি মনে করি এই বছর দল ভাল খেলেছে। তারা সবসময় গোল করতে চেয়েছে। এ জন্যই আমি খুশি। দলের সাফল্য নিয়ে ফরাসী তারকা এমবাপে বলেন, ঘরোয়া পর্যায়ে আমরা চারে চার করতে চেয়েছিলাম, তা আমরা করেছি। মৌসুমজুড়ে আমরা অনেক পরিশ্রম করেছি। আমরা ধারাবাহিক খেলেছি এবং তার স্বীকৃতি পেয়েছি।
×