ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন ভূমিকায় লেহম্যান

প্রকাশিত: ০৭:২৯, ১০ মে ২০১৮

নতুন ভূমিকায় লেহম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের সঙ্গে কোনভাবেই তার নাম জড়িত নয়। তবু বিবেকের তাড়নায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ড্যারেন লেহ্যামন। তবে সাবেক এই অসি খেলোয়াড় ও অভিজ্ঞ কোচকে হাতছাড়া করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বোর্ডটির ন্যাশনাল পারফর্মেন্স প্রোগ্রামের প্রধান কোচ ট্রয় কুলির অধীনে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন তিনি। শুধু কুলি নন, সহকর্মী হিসেবে সাবেক অজি ক্রিকেটার ক্রিস রজার্স ও রায়ান হ্যারিসকেও পাচ্ছেন। ৪৮ বছর বয়সী লেহম্যান ২৮ মে থেকে অক্টোবর পর্যন্ত ন্যাশনাল পারফর্মেন্স স্কোয়াডের (এনপিএস) কোচের দায়িত্ব পালন করবেন। কুলি বলেন, ‘বুফের (লেহম্যান) সঙ্গে আমার কথা হয়েছে। ও কোচিং করিয়ে যেতে রীতিমত উন্মুখ। আর আমাদের জন্যও দারুণ সুযোগÑ আমাদের প্রয়োজনের জায়গায় তার মতো দক্ষ কাউকে পাওয়া।’ মূলত এনপিএসের কিছু নির্দিষ্ট গ্রুপের খেলোয়াড়ের সঙ্গে কাজ করবেন লেহম্যান। যেমন প্রথম চার সপ্তাহ ৮ স্পিনারসহ মোট ১৮ জন খেলোয়াড়ের সঙ্গে স্পিন নিয়ে কাজ করবেন তিনি। লেহম্যানের কোচিংয়ে অস্ট্রেলিয়া দুটি এ্যাশেজের পাশাপাশি ২০১৫ বিশ্বকাপও জয় করে।
×