ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিববাহিনী

ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম

প্রকাশিত: ০৭:২৮, ১০ মে ২০১৮

ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ পর্যন্ত হবে কিনা এ নিয়ে গুঞ্জন ছিল। সেই গুঞ্জন দূর হয়ে, সিরিজ হওয়ার নিশ্চয়তা মিলেছে। সিরিজ যতই কাছে আসছে ইনজুরিতে থাকা বাংলাদেশ ক্রিকেটাররাও সুস্থ হয়ে উঠছেন। তামিম ইকবাল যেমন ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে নতুন মাঠে খেলা বলে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল, তাও নিশ্চিত হয়েছে। ভারতের দেরাদুনে ৫ জুন থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে। নতুন মাঠ। সবকিছুই নতুন। মাঠ সম্পর্কে, উইকেট সম্পর্কে সঠিক ধারণা নেই। আর তাই আগেভাবে গিয়ে অনুশীলন পর্যাপ্ত করার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলাও জরুরী। বাংলাদেশ দল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। বুধবার সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘গ্রাউন্ডসটা যেহেতু নতুন আর ভাল। সুযোগ-সুবিধা তো নেবই। অনুশীলনের সুবিধাটা নেব। ক’দিন অনুশীলন করব একটা প্রস্তুতি ম্যাচ খেলব।’ আকরাম যখন এ কথাগুলো বলছেন, তখন তার ‘ভাতিজা’ জাতীয় দলের ওপেনার তামিম ব্যাট হাতে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত। নিদাহাস ট্রফি শেষে পিএসএলের নকআউট পর্বের খেলা খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন। প্রায় দুইমাস হয়ে গেছে। ওপেনার ভালভাবে ব্যাট হাতে নিতে পারছিলেন না। রিহ্যাবেই দিন কাটাচ্ছিলেন। অবশেষে বুধবার ব্যাট হাতে নিলেন। পূর্ণোদ্যমে ব্যাটিংও করলেন। তবে মনের মতো ব্যাট করতে পারলেন না। বেরসিক বৃষ্টি যে বাধা হয়ে আসল। ২০ মিনিটের মতো ব্যাটিং অনুশীলন সেরেছেন। নিজের সর্বশেষ অবস্থা বুঝেছেন। যেহেতু খেলা হতে এখনও অনেক দেরি। তাই হাতে সময় আছে। নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে পারবেন তামিম। এদিন জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন রাজীব ও ইসলামুল আহসান আবিরের বলগুলোর মুখোমুখি হয়েছেন তামিম। নিজ ছন্দেই ব্যাটিং করেছেন। তাতে যেন বাংলাদেশ দলও ভরসা পাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে জুনের প্রথম সপ্তাহে সিরিজ। সেই সিরিজে শুরুতে যে প্রতিটি ম্যাচে তামিমকেই ছন্দ মেলে ধরতে হবে। হাতে এখনও আছে একমাস। ৫ জুন সিরিজ শুরু। শেষ ৯ জুন। বাংলাদেশ দল ২৯ অথবা ৩১ মে দেরাদুনে যাবে। এরপর অনুশীলন করবে। প্রস্তুতি ম্যাচ খেলবে। তামিম এরমধ্যে নিজেকে ভালভাবেই সারিয়ে তুলতে পারবেন। যেভাবে ব্যাটিং অনুশীলন করলেন তাতে সেরে উঠেছেন বলাই যায়। তামিম সেরে উঠছেন, আরেকদিকে বিসিবিও সিরিজ নিয়ে পুরোদমে এগিয়ে যাচ্ছে। আফগানিস্তান টি২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ওপরে। সিরিজকে তাই গুরুত্বও দেয়া হচ্ছে। টি২০ ম্যাচে দিনটিতে যে দল ভাল খেলে তারাই যে জিতে যায়। দেরাদুন যেহেতু নতুন মাঠ, তাই সুযোগ-সুবিধা কেমন তা জানতে বিসিবি থেকে প্রতিনিধিও পাঠানো হয়েছিল। ভাল রিপোর্টই মিলেছে। আকরামই যেমন বলেছেন, ‘রিপোর্টে যা দেখেছি, মাঠ অনেক ভাল, সুযোগ-সুবিধাও ভাল। হোটেলও ভাল। একটা সমস্যা হোটেল থেকে (মাঠে যেতে) ৪০-৪৫ মিনিট সময় লাগে। এটা কোন ব্যাপার না। খুব ইতিবাচক। ২৯ মে থেকে ৮-৯ জুন তারিখের মধ্যে সেখানে ম্যাচগুলো খেলব। সভাপতির (নাজমুল হাসান পাপন) সঙ্গে কথা বলে সূচী ঠিক করব। আমাদের প্রস্তাব তিনটা টি২০ খেলা।’ উপমহাদেশে এই সময়টায় প্রচুর গরম থাকে। দেরাদুনে গরম আরও বেশি। তাই ম্যাচগুলো বিকেলে শুরু করার দিকেই মনোযোগী বিসিবি। এ সিরিজকে নিয়ে বিসিবি চিন্তিত। নতুন জায়গায় খেলা। প্রতিপক্ষ দল আফগানিস্তান। আবার এ সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজ খেলতে যাবে দল। কোনরকম হোঁচট খেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এর প্রভাব পড়বে। সিরিজে যতদূর জানা গেছে, প্রথম টি২০ ৫ জুন, এরপর দ্বিতীয় টি২০ ৭ জুন এবং তৃতীয় ও শেষ টি২০ ৯ জুন অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচ দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে। সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এ সিরিজে খেলতে তামিমও নিজেকে দ্রুত প্রস্তুত করে তুলছেন। ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন।
×