ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বাজার পর্যবেক্ষণ শুরু ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৬:৫৯, ১০ মে ২০১৮

চট্টগ্রামে বাজার পর্যবেক্ষণ শুরু ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের বাজারে পর্যবেক্ষণ শুরু করেছে জেলা প্রশাসন। বাজারদর সহনীয় এবং খাদ্যের মান যথাযথ রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেজাল ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য বুধবার প্রথম দিনে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে অভিযান চালানো হয় নগরীর রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, কাজির দেউড়িসহ বিভিন্ন বাজারে। তিনপোলের মাথা এলাকায় অপরিচ্ছন্ন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ঘোষ সুইটসকে ২০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে ঘি তৈরির অপরাধে কামাল মিটস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রমজানে নিয়মিতভাবে বাজারে এ অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন।
×