ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় আলোচনা সভা

প্রকাশিত: ০৬:৫৯, ১০ মে ২০১৮

নওগাঁয় আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর সাংস্কৃতিক উদযাপন পরিষদের আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে স্থানীয় ডাক বাংলো মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু। আরও বক্তব্য রাখেন, পতœীতলা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ আবুল কালাম আজাদ, পতœীতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিযুষ রঞ্জন দাস, এসএম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, কবি এসএম আব্দুর রউফ, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী যোগেন্দ্রনাথ প্রমাণিক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিবনাথ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, নজিপুর সাংস্কৃতিক পরিষদের ভবেশ চন্দ্র হালদার, অনিন্দ দাস, সানোয়ার হোসেন রিপন প্রমুখ। কক্সবাজার কারাগারে থাই নাগরিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার কারাগারে এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সম কোয়াট নামে ওই ব্যক্তি। কারাগার সূত্র জানায়, ২০১৪ সাল থেকে সম কোয়াট হাজতি হিসেবে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মানবপাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে। কক্সবাজার জেল সুপার বজলুর রশিদ আকন্দ বলেন, সম কোয়াটের (৫৯) মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
×