ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করে জঙ্গী নির্মূল করতে হবে ॥ নূর

প্রকাশিত: ০৬:৫৮, ১০ মে ২০১৮

রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করে জঙ্গী নির্মূল করতে হবে ॥ নূর

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৯ মে ॥ কবিগুরু রবি ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিন বুধবার রবীন্দ্র কাছারিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ২য় দিন সকাল ১০টায় জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দীকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম সপ্না, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, উপজলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হোসাইন খান প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করে ভারতীয় শিল্পীসহ জেলা ও স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়াও আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি আসাদুজ্জমান নূর বলেন, রবীন্দ্র সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে। রবীন্দ্রনাথকে ঘিরইে শাজাদপুরবাসীর প্রাণের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জঙ্গীবাদ আমাদের একটি বড় সমস্যা। জঙ্গীবাদের উত্থান ’৭১ সাল থেকেই। এই জঙ্গীবাদ ’৭১ সাল থেকেই হত্যা, গুমসহ নানা অপকর্ম করে আসছে। ৭’১ এর রাজাকাররা স্বাধীনতাবিরোধী কর্মকা- চালিয়েছে। মানুষ হত্যা করেছে। তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। তাই রবীন্দ্র আদর্শকে ধারণ করে দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করতে হবে।
×