ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৬:৫৮, ১০ মে ২০১৮

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্তসহ অশালীন আচরণের অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থী ঘটনার বিস্তারিত উল্লেখ করে লিখিত অভিযোগ করেছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, একাদশ শ্রেণীর প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষার সময় গত শনিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। এক শিক্ষক ব্যবহারিক পরীক্ষা দিতে আসা ওই ছাত্রীর নিকট থেকে স্মার্ট ফোন নেয়ার সময় কলেজ ভবনের তৃতীয় তলার সিঁড়ির সামনে অশালীন আচরণ করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার সময় স্মার্ট ফোন আনা কলেজে নিষিদ্ধ। ঘটনার পরপরেই নির্যাতিত শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ’র নিকট অভিযোগ জানালে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজনের সঙ্গে কথা বলেন। এক শিক্ষক জানান, ছাত্রীটিকে তিনি কাঁদতে দেখেছেন। পরে ওই ছাত্রীটি তার পরিবারের দুই সদস্যকে নিয়ে এসে ঘটনার বিচার চেয়ে ও অশালীন আচরণের বিস্তারিত তুলে ধরে লিখিত অভিযোগ করেন। অধ্যক্ষ অভিযোগ পাওয়ার পর কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি জানান। সেখানে ঘটনা তদন্তে বাংলা বিভাগের অধ্যাপক হাসিনা আখতারকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ব্যাপারে বুধবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হোসেন সহিদ সারোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছাত্রীটির অভিযোগ প্রাপ্তিসহ তদন্ত কমিটি গঠন করার কথা স্বীকার করে জানান, বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে জানান হয়েছে।
×