ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ফোরজির উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৬, ১০ মে ২০১৮

টঙ্গীতে ফোরজির উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ মে ॥ গ্রামীণফোনের ফোরজি সেবা টঙ্গীতে বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গ্রামীণফোন পরিবার টঙ্গীর গাজীপুরা সাতাই শ’ রোডে ফোরজির এক র‌্যালি বের করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন, গ্রামীণফোন ঢাকা নর্থের রিজিওনাল হেড আশফাকউজ্জামান চৌধুরী, ঢাকা সার্কেল মার্কেটিং হেড আমিনুর রহমান সরকার, ঢাকা টেকনোলজি হেড জাকির হাসান, গাজীপুর এরিয়া ম্যানেজার এএফএম সাফাত আমান, সিনিয়র টেরিটরি ম্যানেজার রাজু সিনহা, গাজীপুর ডিস্ট্রিবিউটর মোবারক হোসেন মুবি এবং টঙ্গী গ্রামীণফোন সেন্টারের স্বত্বাধিকারী নূরুল ইসলাম প্রমুখ। ১৫০ ভিক্ষুককে পুনর্বাসন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৯ মে ॥ সদর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী প্রকল্পের আওতায় ৪ ইউনিয়নে তালিকাভুক্ত ১৫০ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ১৫০ ভিক্ষুকের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ডাঃ দীপু মনি। ১৫০ ভিক্ষক হচ্ছে সদর উপজেলার মৈশাদী, ইব্রাহীমপুর, হানারচর ও রাজরাজেশ^র ইউনিয়নের বাসিন্দা। চাঁদপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উল্যাহ রাজু চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।
×