ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৫, ১০ মে ২০১৮

যশোরে বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় উঠানে ধান ঝাড়ার মেশিনে বিদ্যুতায়িত হয়ে সুমন হেসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। সুমন হোসেন সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সে ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে । নিহতের ফুফাত ভাই আসাদুল ইসলাম বলেন, সুমন সকালে নিজেদের বাড়ির উঠানে ধান ঝাড়া মেশিনে ধান ঝাড়ছিল। মেশিনের বিদ্যুতের লাইনের তার লুজ থাকায় সে বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বেনাপোলে ১২ স্বর্ণের বার জব্দ স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক কেজি চারশ’ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, বুধবার সকালে বেনাপোলের পুটখালীর খলসী বটতলা ইটভাঁটি এলাকা থেকে স্বর্ণবার উদ্ধার করা হয়। তারিকুল হাকিম বলেন, ‘ভারতে সোনা পাচারের’ পুটখালী বিওপির টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি পুটলা ফেলে পালিয়ে যায়। পরে তার ভেতরে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।
×