ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ৭

প্রকাশিত: ০৬:৫৫, ১০ মে ২০১৮

টেকনাফে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ৭

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে কাঞ্জরপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। ৭ জন অগ্নিদগ্ধ এবং তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার ভোর সাড়ে ৫টায় আব্দু শুক্কুরের বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাড়িতে আগুন লাগে। আগুন মুর্হূতের মধ্যে ছড়িয়ে পড়ায় বাড়িতে ঘুমিয়ে থাকা আব্দু শুক্কুরে শাশুড়ি এলেনা খাতুন (৯০) পুড়ে নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রুমা আক্তার। এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনে দগ্ধ হয়ে আহতরা হচ্ছেÑ খাইরুল বশর, বদিউজ্জামান, ফাতেমা খাতুন, বুসরা আক্তার, রোমা আক্তার, সুমাইয়া আক্তার ও রুনা আক্তার। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস সদস্যদের ঘটনাস্থলে পাঠাই। ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি কক্সবাজার ডিসি স্যারকে অবহিত করলে তিনি প্রতি পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।
×