ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

প্রকাশিত: ০৬:৫৪, ১০ মে ২০১৮

রূপগঞ্জে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ মে ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী চক্রের হোতা রাজু প্রধান (২৪) নিহত হয়েছে। এতে আহত হয়েছে দুই র‌্যাব সদস্যও। মঙ্গলবার মধ্যে রাতে উপজেলার রাজউকের পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর এলাকার ১১নং ব্রিজের পশ্চিম পাশে ঘটে এ ঘটনা। নিহত রাজু প্রধান রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শামিম আলী প্রধানের ছেলে। এদিকে, এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, ছিনতাই, ডাকাতি, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিল রাজু প্রধানসহ তার সহযোগীরা। রাজু প্রধান নিহতের সংবাদে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় মিষ্টি বিতরণ করারও সংবাদ পাওয়া গেছে। গত ১০ দিন আগেও তারাব এলাকায় রাজু প্রধানসহ তার সহযোগীরা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। ওই স্কুলছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহাম্মেদ র‌্যাব-১ এর বরাত দিয়ে জানান, গত মঙ্গলবার রাতে টহলের দায়িত্বে থাকাবস্থায় রাত আড়াইটার দিকে র‌্যাব-১ এর টহল টিমের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তারা। এ সময় ঘটনাস্থল গিয়ে রাজু প্রধান নামে এক ছিনতাইকারীর গুলিবিদ্ধ অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। এছাড়া র‌্যাব-১ এর এসআই আবু হানিফ (৪২) এবং সিপাহী সাজিরুল ইসলাম (৩১) কে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
×