ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ০৬:৫৩, ১০ মে ২০১৮

কক্সবাজারে ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে উস্কানি দেয়ার অপরাধে বিএনপি নেতা ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোহিঙ্গা, গ্রামবাসী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। এর আগে বুধবার দুুুপুর ১২ টায় ওই চেয়ারম্যান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। উল্লেখ্য, গত ১ মে রোহিঙ্গা গ্রামবাসী ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওয়ার্ল্ড ভার্সিটিতে নবীনবরণ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ এবং কলা ও মানবিক অনুষদের নবাগত প্রায় চারশ’ শিক্ষার্থীর ‘সামার সেমিস্টারÑ২০১৮’ নবীনবরণ অনুষ্ঠান রবিবার বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস মিলনায়তনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী ও ট্রেজারার মোরশেদা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম নুরুল ইসলাম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভাগীয় প্রধানগণ ও উপদেষ্টাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×