ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৬:৫৩, ১০ মে ২০১৮

পটুয়াখালীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৯ মে ॥ পটুয়াখালী সিভিল সার্জন অফিসের সামনে মিজানুর রহমান বাবুল ও প্রিন্স নামের দুই ব্যবসায়ীকে কুপিয়ে ২০ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে। দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লিটন নামের এক ছিনতাইকারীকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে। আহত ব্যবসায়ী সাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবুল জানান, ঘটনার সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়া আদায় করে বাসায় ফিরলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মিঠু, তুহিন, লিটনসহ একদল ছিনতাইকারী মোটরসাইকেল গতিরোধ করে উপর্যুপরি কোপাতে থাকে। একপর্যায়ে বাবুল ও প্রিন্স রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান হয়ে পড়লে ছিনতাইকারীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়। ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ মে ॥ বাউফল উপজেলা নির্বাহী অফিসারের ০১৭৩৩৩৩৪১৪৯ মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে। একটি প্রতারক চক্র নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছেন। এ বিষয়ে বাউফল থানায় জিডি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এএফএম আবু সুফিয়ান স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রামীণফোনের ওই নম্বরটি একটি কোর্পারেট নম্বর। প্রায় দুই বছর ধরে ব্যবহার করা হচ্ছে। পূর্বের ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ব্যবহার করতেন। সম্প্রতি তিনি পদোন্নতি নিয়ে বদলি হয়ে গেলে নম্বরটি তিনি ব্যবহার করছেন। বুধবার সোয়া ১২টার সময় দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ শাহাবুদ্দিন প্রথমে তাকে ফোন করে এ বিষয়টি অবহিত করেন।
×