ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৬:৫৩, ১০ মে ২০১৮

নীলফামারীতে ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভুট্টা ও পাকা বোরো ধান ক্ষেতের একটি অংশ মাটিতে নুয়ে পড়েছে। বুধবার সকালে সদর, ডিমলা জলঢাকা, ডোমার উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। মাত্র ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে অসংখ্য গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কোথাও কোথাও বিদ্যুতের খুঁটির তারে গাছের ডালপালা ভেঙ্গে বিদ্যুত সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে কিছু কিছু এলাকায় বিদ্যুত সংযোগ পুনঃস্থাপন করা হলেও গ্রাম এলাকায় সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হয়নি। অন্যদিকে ঝড়ের কারণে উঠতি ভুট্টা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ডিমলা উপজেলার তিস্তা নদীর চরগ্রামে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। সেখানে ভুট্টার থোর সহ গাছগুলো মাটির সঙ্গে মিশে গেছে। কিছামত ছাতনাই, চরখড়িবাড়ি, ছাতুনামা এলাকার ভুট্টার ক্ষেতগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে এলাকার কৃষকরা জানিয়েছে। ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমাউন কবীর কালবৈশাখী ঝড়ে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে । তবে কী পরিমাণ জমির ফসল ক্ষতি হয়েছে তা নিরূপণের কাজ করা হচ্ছে।
×