ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মন্ট্রিয়ল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি

প্রকাশিত: ০৬:৫১, ১০ মে ২০১৮

মন্ট্রিয়ল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি

স্টাফ রিপোর্টার ॥ মন্ট্রিয়ল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি। বাংলাদেশ যদি মন্ট্রিয়ল কনভেনশন রেটিফিকেশন অনুমোদন করত তাহলে সম্প্রতি ইউএস বাংলার দুর্ঘটনায় নিহত ও আহত প্রত্যেকে ২৫ হাজার ডলার, প্রতি কেজি ব্যাগেজের জন্য ২৫ ডলার এবং কার্গো কেজি প্রতি ২৫ ডলার পেতেন। কিন্তু বাংলাদেশ এখনও মন্ট্রিয়ল কনভেনশন রেটিফিকেশন না করায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীরা ক্ষতিপূরণ পাবে ওয়ারশ কনভেনশন অনুযায়ী যা অনেক কম। আইএটিএর (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন) এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কনরাড ক্লিফোর্ড বুধবার সকালে সচিবালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন।
×