ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কাল থেকে দু’দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু

প্রকাশিত: ০৬:৫১, ১০ মে ২০১৮

রাজধানীতে কাল থেকে দু’দিনব্যাপী যাকাত ফেয়ার শুরু

স্টাফ রিপোর্টার ॥ মেকিং এ ডিফরেন্স উইথ যাকাত প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ মে থেকে ৬ষ্ঠ বারের মতো দুইদিন ব্যাপী যাকাত ফেয়ার ২০১৮ শুরু হচ্ছে। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজধানীর গুলশানের বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশনে শুক্রবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দীন মেলা সংশ্লিষ্ট সকল তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এ সময় সংস্থাটির ম্যানেজমেন্ট কনসালটেন্ট মুহাম্মদ আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহমেদ ও মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন। মেলা আয়োজনে সহায়তা করবে ইসলামী ব্যাংক কনসালটেটিভ ফোরাম, এক্সিম ব্যাংক, কোহিনূর কেমিক্যালসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। মেলায় জানানো হয়, মেলায় যাকাত কনসালটেন্স ডেস্ক, বিভিন্ন ইসলামিক বই, হিজাব, যাকাতভিত্তিক সংস্থার কার্যক্রম উপস্থাপন ও বিভিন্ন বাণিজ্যিক স্টল থাকবে।
×