ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬:৫০, ১০ মে ২০১৮

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ মে ॥ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পীরগঞ্জের ফতেহপুরে ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য দফতরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক নাজমুল আহসান কলিমউল্লাহ। ইনস্টিটিউটের রিসার্চ অফিসার মেহজাবীন এলাহীর সঞ্চালনায় ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা করেন শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধানসহ অন্যান্য শিক্ষকরা। আলোচনায় বক্তারা দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দেশ ও জাতির প্রতি তাঁর অবদানের নানা দিক তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ড. ওয়াজেদ রিসার্চ এ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তাসহ অন্যান্য দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এ আলোচনায় উপস্থিত ছিলেন। এছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
×