ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য শক্তি মজুদে ব্যাটারি বানাল চীন

প্রকাশিত: ০৬:৪৯, ১০ মে ২০১৮

নবায়নযোগ্য শক্তি মজুদে ব্যাটারি বানাল চীন

নবায়নযোগ্য শক্তি মজুদ করে রাখতে নতুন লেড কার্বন ব্যাটারি বানিয়েছেন চীনা একদল বিজ্ঞানী। সৌর প্যানেল এবং বায়ু বিদ্যুতের প্ল্যান্ট থেকে উৎপাদিত শক্তি মজুদ করে রাখতে পারবে এই ব্যাটারি। বিজ্ঞানীদের দাবি এ ধরনের ব্যাটারি দিয়ে বিদ্যুত সরবরাহ স্থির হবে। এই ব্যাটারি দিয়ে একটি শক্তি মজুদকারী ব্যবস্থার পাইলট প্রকল্প চালানো হয়েছে দক্ষিণ-পূর্ব চীনের লিয়াওনিং অঞ্চলের ডালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সে। ৪৬টি সড়ক বাতি এবং ল্যান্ডস্কেপ বাতি নিয়ে এ পাইলট প্রকল্পটি চালানো হয়। প্রতিটি পোস্টে একটি সৌর প্যানেল ব্যবহার করা হয়। সৌর প্যানেলগুলো শক্তি উৎপাদন করে পোস্টের নিচে রাখা ব্যাটারিতে পাঠায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীদের দাবি পুরোপুরি চার্জ হওয়া একটি ব্যাটারি ২৩ ঘণ্টার বেশি সময় ধরে একটি সড়ক বাতি জ্বালিয়ে রাখতে পারে। চীনের প্রতিষ্ঠানটিতে নতুন এই ব্যবস্থাটি তৈরি করতে গবেষক দলটিকে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক লি শিয়ানফেং এবং অধ্যাপক ঝ্যাং হুয়ামিন। -অর্থনৈতিক রিপোর্টার
×