ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুল্ক কাঠামোয় সংস্কারের তাগিদ

প্রকাশিত: ০৬:৪৯, ১০ মে ২০১৮

শুল্ক কাঠামোয় সংস্কারের তাগিদ

আমদানি-রফতানি বাণিজ্যে স্বচ্ছতা আনতে বিদ্যমান শুল্ক কাঠামোয় সংস্কারের তাগিদ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. এবি মির্জা আজিজুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর বনানীতে বেসরকারী গবেষণা সংস্থা-পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর বলেন, চীন, ভারত এমনকি ভিয়েতনামের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর চেয়ে বাংলাদেশে পণ্য কিংবা কাঁচামাল আমদানিতে শুল্ক হার অনেক বেশি। এর ফলে বন্দরে শুল্কফাঁকি দেন অসাধু ব্যবসায়ীরা। আবার পণ্য উৎপাদনের খরচ বাড়ায় আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ভোক্তাদের। অর্থনীতির স্বার্থে শুল্ক কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বললেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার
×