ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:৪৯, ১০ মে ২০১৮

ফিরোজ আলম প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান

এ এস এম ফিরোজ আলম গত ৭ মে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন। মরহুম এম এ গফুর এবং মোসাম্মৎ শাহেদা বেগমের সুযোগ্য পুত্র আলম ১৯৬০ সালে পটুয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি এনআরবিসি ব্যাংক হেলথ কার্ড চালু অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের প্রখ্যাত হার্ট সার্জন ডা: দেবী শেঠীর নারায়না হেলথ হাসপাতালের সাথে যৌথভাবে দেশে প্রথমবারের মতো এনআরবিসি ব্যাংক হেলথ কার্ড নামে নতুন কো-ব্রান্ডেড কার্ড চালু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকায় অভিজাত এক হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই হেলথ কার্ডের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর আহমেদ জামাল, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ এবং নারায়না হেলথের ডা: সঞ্জয় বসু। নারায়না হেলথে চিকিৎসা নিতে আসা রোগীরা এই কার্ডের মাধ্যমে ইনপেশেন্ট ডিপার্টমেন্টস (আইপিডি) এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টস (ওপিডির) জন্য ১০ শতাংশ ছাড় পাবেন। এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ জানান, প্রতিবছর ভারতের বিখ্যাত নারাযনা হেলথ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য এনআরবিসি ব্যাংক হেলথ কার্ড সহজ ও নিরাপদ হবে।
×