ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিড়ি শিল্প বন্ধের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৮, ১০ মে ২০১৮

বিড়ি শিল্প বন্ধের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শ্রমিক পুনর্বাসন ছাড়াই দেশে বিড়ি শিল্পগুলো বন্ধ করার সরকারী সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে দিনাজপুর বিড়ি ভোক্তা কমিটির মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বুধবার সকালে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা তাদের রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রত্যাশা করে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে। সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, কিছুদিন আগে বিড়ি ও সিগারেট শিল্প বন্ধের জন্য অর্থমন্ত্রীর কিছু লিখিত সিদ্ধান্তÍ বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই লিখিত সিদ্ধান্তে উল্লেখ রয়েছে, বিড়ি শিল্প ৩ বছর ও সিগারেট কোম্পানিগুলোকে আগামী ২২ বছরের মাথায় বন্ধ করা হবে। এখানে বৈষম্যমূলকভাবে বিড়ি শিল্পকে মাত্র ৩ বছরের সময় দেয়া হয়েছে। যে কারণে এত অল্প সময়ের মধ্যে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক বিকল্প কর্মসংস্থান করতে পারবে না। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে চরম বিপদের সম্মুখীন হবে।
×