ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে কর ফাঁকি দেয়া কালো টাকার ছড়াছড়ি

প্রকাশিত: ০৬:৪৭, ১০ মে ২০১৮

দেশে কর ফাঁকি দেয়া কালো টাকার ছড়াছড়ি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে কর ফাঁকি দেয়া বিস্তর কালোটাকার ছড়াছড়ি, যা জাতির জন্য লজ্জার বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রাজধানীর সিএ ভবনে ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্স অব বাংলাদেশ-আইসিএবি আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, অডিট রিপোর্টের ডিজিটাল আইডেন্টিফিকেশন এই ফাঁকি রোধে সহায়তা করবে। তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ীর প্রবণতা আছে ব্যবসার সঠিক চিত্র তুলে না ধরার। বিশেষ করে আমাদের দেশে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কাজ করছে, তাদের গ্রুপস অব এ্যাকাউন্টস একটিই থাকে। অনেক প্রতিষ্ঠানের স্টেটমেন্ট দুটি তৈরি করা হয়। একটা প্রকৃত, আরেকটা হলো ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য। আমি সবাইকে সেই ব্লেম দিচ্ছি না, কিন্তু অনেক প্রতিষ্ঠানই সেটা করে থাকে।’ তিনি আরও বলেন, ‘ট্যাক্স ফাঁকি দেয়া বা ভ্যাট রেভিনিউ ফাঁকি দেয়াকে অনেক প্রতিষ্ঠান লাভের একটি অংশ মনে করে। একইভাবে যারা আমদানি-রফতানির কাজে নিয়োজিত, তারা নানাভাবে সরকারকে কর ফাঁকি দিয়ে উচ্চহারে প্রফিট করে। তারা খুব সহজেই ধনী হয়ে যাওয়ার স্বপ্ন দেখে বা হয়ে যায়। আর রেভিনিউ ঠিকমতো না দেয়া হলে সেটিই কালোটাকায় রূপান্তরিত হয়। আমাদের দেশে বিস্তর কালোটাকার ছড়াছড়ি। এই কালোটাকাটাই হলো অপ্রদর্শিত ইনকাম। এই টাকা কাজে লাগাতে না পেরে ভয়েই হোক বা যে কারণেই হোক, বিদেশে পাচার করে দিচ্ছে।’ তিনি জানান, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেভিনিউ খুব গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর অনেক দেশে, এমন কি আমাদের এশিয়ার দেশগুলোতেও ট্যাক্স জিডিপি রেশিওর যে উচ্চ হার, আমাদের সেরকম নেই। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৮, ৯ বা সর্বেচ্চ ১০ শতাংশ। এটির কারণেই সরকারের উন্নয়ন কর্মকা- পরিচালনার ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নিতে হয়, অথবা ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়, বিদেশী সহায়তার প্রয়োজন হয়। উন্নত দেশগুলোর পর্যায়ে যদি যেতে হয়, তাহলে রাজস্ব আহরণ অবশ্যই বৃদ্ধি করতে হবে।’
×