ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিকভাবে দর বাড়ছে দুই কোম্পানির

প্রকাশিত: ০৬:৪৬, ১০ মে ২০১৮

অস্বাভাবিকভাবে দর বাড়ছে দুই কোম্পানির

কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হলো : এইচআর টেক্সটাইল এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। জানা গেছে, সম্প্রতি সময়ে এ কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিভাবে বাড়তে থাকে। বিষয়টি ডিএসইর নজরে আসে। এরপর ডিএসই উভয় কোম্পানিকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিস দেয়। কিন্তু নোটিসের জবাবে উভয় কোম্পানি গত ৭ মে জানিয়েছে, এ জন্য তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। উল্লেখ্য, গত ১৭ কার্যদিবসে এইচআর টেক্সটাইলের শেয়ার দর ৮.৯০ টাকা বা ২৭ শতাংশ এবং শেফার্ডের শেয়ার দর শেষ ৭ দিনে ৪.৮০ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×