ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে পুঁজি ও আস্থার সঙ্কট রয়েছে

প্রকাশিত: ০৬:৪৫, ১০ মে ২০১৮

শেয়ারবাজারে পুঁজি ও আস্থার সঙ্কট রয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় পুঁজিবাজার দুর্বল। সেখানে ‘পুঁজি এবং আস্থা’ দুটোরই সঙ্কট রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর কমানো, ভাল কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তকরণ, আইসিবিকে ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ এবং পুঁজিবাজার তদারকির জন্য একটি বিশেষ কমিটি করা যেতে পারে। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পুঁজিবাজার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন আকন্দ। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে বর্তমানে আস্থা ও পুঁজির দুই সঙ্কটই বিরাজ করছে। পুঁজিবাজারে আসা আইপিওগুলোর অব্যবস্থাপনা, নগদ লভ্যাংশ না দিয়ে বোনাস শেয়ার ইস্যু করা, রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে নিয়মনীতি মেনে না চলার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুঁজির সঙ্কট দূর করতে আইসিবিকে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ প্রদান, অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা অব্যাহত রাখার দাবি জানান তিনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, সম্প্রতি দেশের উন্নয়নের গতিধারা খুব ভাল। জিডিপি ৭ শতাংশের উপরে। তবে প্রবৃদ্ধিও তুলনায় দেশের পুঁজিবাজার খুবই দুর্বল। এটা আমাদের স্বীকার করতে হবে এবং এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। এখানে তালিকাভুক্ত কোম্পানির পরিমাণ কম। তিনি বলেন, আমাদের রিজার্ভ পর্যাপ্ত। কিন্তু রিজার্ভ যদি কাজে লাগানো না যায়, অলস পড়ে থাকে তা দেশের জন্য মঙ্গলজনক নয়। তাই রিজার্ভকে কাজে লাগাতে বন্ড মার্কেটে বন্ড ছাড়া যেতে পারে। পুঁজিবাজার বিশেষজ্ঞ ও আইসিবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান বলেন, অর্থনীতির বিকাশে পুঁজিবাজারের যে ভূমিকা থাকার কথা ছিল, দেশে তা দৃশ্যমান নয়। প্রবৃদ্ধির সঙ্গে পুঁজিবাজারের যে সম্পর্ক বাংলাদেশ সেখানে ব্যর্থ। পুঁজির সঙ্কট দূর করতে আইসিবিকে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেয়া যেতে পারে। আর ব্যাংকগুলোকে নিজেদের সমস্যা নিজেকেই দূর করতে পারে। পুঁজিবাজার বিশেষজ্ঞ ড. আবু আহমেদ বলেন, বাজারে কতগুলো কোম্পানি আছে তা মুখ্য বিষয় নয়, কিন্তু কয়টি কোম্পানিতে আমি ৫ থেকে ৬ বছরের জন্য বিনিয়োগ করতে পারব তাই মুখ্য। তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর কমানো দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘমেয়াদে পুঁজিবাজার তখনই স্থিতিশীল হবে যখন বাজারে ভাল কোম্পানি আসবে। ব্যাংক থেকে টাকা এনে বাজার স্থিতিশীল করা যাবে না।
×