ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:৪৫, ১০ মে ২০১৮

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৬০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৩৭ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৪৭২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, সালভো কেমিক্যাল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, বিএসআরএম লিমিটেড, বিডি থাই ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : প্রাইম টেক্স, এসআলম স্ক্রিস্টাল, প্যাসিফিক ডেনিম, বিএসআরএম লিমিটেড, সালভো কেমিক্যাল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালি আঁশ, লিগ্যাসি ফুটওয়ার, বিবিএস কেবল ও রিজেন্ট টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিআইএফসি, বিডি ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিএপিএম মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক এশিয়া, রূপালী ব্যাংক, এনসিসি ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, পদ্মা লাইফ ও সিটি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৭৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি থাই, বিবিএস কেবল, বিডি ফাইন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিক, এডভেন্ট ফার্মা ও লাফার্জ হোলসিম।
×